এখন পড়ছেন
হোম > জাতীয় > বাংলাই পাখির চোখ , ধূপগুড়িতে পরাজয়ের পরেই বিরাট পদক্ষেপ মোদী-শাহের !

বাংলাই পাখির চোখ , ধূপগুড়িতে পরাজয়ের পরেই বিরাট পদক্ষেপ মোদী-শাহের !


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- যতদিন আসছে, ততই এগিয়ে আসছে লোকসভা নির্বাচন। কেন্দ্রীয় বিজেপির তরফে বঙ্গ বিজেপির উপর যথেষ্ট চাপ রয়েছে, এবার বাংলা থেকে দ্বিগুণ সংখ্যক লোকসভা আসন কেন্দ্রীয় নেতৃত্বের হাতে তুলে দিতে হবে। আর তার মাঝেই নিজেদের দখলে থাকা ধুপগুড়ি বিধানসভা আসন হারিয়ে ফেললো ভারতীয় জনতা পার্টি। যেখানে উপনির্বাচনে বিজেপিকে হারিয়ে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। আর তারপরেই রীতিমতো নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় বিজেপি। নেওয়া হচ্ছে বড় পদক্ষেপ।

সূত্রের খবর, ধুপগুড়ি উপনির্বাচনে বিপর্যয়ের খবর পেয়েঈ রীতিমত টনক লড়েছে কেন্দ্রীয় বিজেপির। রাতেই কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন বিজেপির কেন্দ্রীয় নেতা বিএল সন্তোষ। শনিবার এবং রবিবার রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন তিনি। মূলত যে উত্তরবঙ্গে বিজেপির এত সমর্থন রয়েছে, সেখানে উপনির্বাচনে একটি আসন কেন হাতছাড়া হলো, তা নিয়ে রাজ্য নেতৃত্বের কাছে জানতে চাইবে কেন্দ্রীয় বিজেপি।

বলা বাহুল্য, উপনির্বাচনের হেরে যাওয়ার পর রীতিমতো বঙ্গ বিজেপির উপর কিছুটা হলেও ক্ষিপ্ত কেন্দ্রীয় নেতৃত্ব। লোকসভা নির্বাচনের আগে বাংলায় এই শোচনীয় পরাজয় বিজেপি কর্মীদেরও যথেষ্ট হতাশ করেছে। তাই তড়িঘড়ি রাজ্যে এসে নেতাদের সঙ্গে বৈঠক করে গোটা বিষয়টি নিয়ে রিপোর্ট তৈরি করতে উদ্যোগী কেন্দ্রীয় নেতৃত্ব। অনেকে বলছেন, আগে দেখা যেত, বাংলায় বিজেপি ব্যাপক সংখ্যক আসনে পরাজিত হলেও, কেন্দ্রীয় নেতাদের তেমন কোনো সক্রিয়তা থাকত না। তবে এবার একটি আসনে বিজেপি পরাজিত হতেই রীতিমত দিল্লি থেকে কলকাতায় ছুটে আসছেন কেন্দ্রীয় বিজেপি নেতা। যার ফলে একটা জিনিস পরিষ্কার যে, বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব অর্থাৎ নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহরা বাংলাকে পাখির চোখ করেছেন। আগামী দিনে লোকসভা নির্বাচনে বাংলা থেকে বিপুল আসন পেতে তারা যথেষ্ট উদ্যোগী।

পর্যবেক্ষকদের মতে, রাজবংশী ভোট সহ উত্তরবঙ্গের একাধিক ফ্যাক্টর রয়েছে। আর লোকসভা নির্বাচনের আগে বিজেপি যদি তা হারিয়ে ফেলে, তাহলে সেখানকার ভোটব্যাংক নিয়ে যথেষ্ট চিন্তায় থাকবে। তাই এখন থেকেই হারের কারণ খতিয়ে দেখে নিজেদের হারানো জমিতে নতুন করে পদ্মের চাষ করতে চাইছেন বিজেপি নেতারা। স্বভাবতই শনি এবং রবি দুই দিনব্যাপী ধুপগুড়ি উপনির্বাচনে পরাজয়ের পর ফলাফল বিশ্লেষণ নিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে রাজ্য নেতৃত্বের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অন্তত তেমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!