এখন পড়ছেন
হোম > অন্যান্য > বাংলার আকাশে নিম্নচাপের ভ্রূুকুটি! ভারী বর্ষণে ভাসতে পারে দক্ষিণবঙ্গের ৩ জেলা, বাড়ছে আশঙ্কা

বাংলার আকাশে নিম্নচাপের ভ্রূুকুটি! ভারী বর্ষণে ভাসতে পারে দক্ষিণবঙ্গের ৩ জেলা, বাড়ছে আশঙ্কা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –একবিংশ শতকে দাঁড়িয়েও আমাদের দেশে কৃষি উৎপাদনের জন্য বর্ষার উপরে বিশেষভাবে নির্ভর করতে হয়। বর্ষার ওপরে নির্ভর করেই চলে আমাদের দেশের সমস্ত কৃষি উৎপাদন। তাই বর্ষার ভ্রূুকুটিও আমাদের বারবার মেনে নিতেই হয়, কখনো অতিরিক্ত বৃষ্টিতে ফসলের ক্ষতি হয়, কখনো আবার প্রয়োজনের তুলনায় কম বৃষ্টি ভালো ফসল উৎপাদনা বাধা হয়ে দাঁড়ায়।

প্রসঙ্গত, এবার বর্ষার প্রথম দিকে উত্তরবঙ্গে ভালো বৃষ্টি হয়েও, দক্ষিণবঙ্গে তেমন একটা হয়নি। বিশেষত, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরী না হওয়ার কারণে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়, বিশেষত পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলা গুলিতে উপযুক্ত পরিমাণে বৃষ্টিপাত দেখা যায়নি। তবে চলতি মাসের মাঝামাঝি সময় থেকে এই পরিস্থিতির কিছুটা বদল হয়েছে।

সম্প্রতি উত্তর দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ায় গত শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় মাঝারি মাপের বৃষ্টি হতে দেখা গেছে। তবে, এর ফলে দুই মেদিনীপুর জেলার খরা পরিস্থিতির অনেকটা উন্নতি হলেও, তবে দক্ষিণ ২৪ পরগনার খরা পরিস্থিতির তেমন কিছু উন্নতি হয়নি, এটাই রাজ্যের আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে।

তবে, রাজ্যের আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, গত বেশ কিছুদিন ধরে পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম, বাঁকুড়া ও বর্ধমান জেলায় ভালো পরিমানে বৃষ্টি হয়েছে। এ প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা ডক্টর গণেশ দাস গতকাল রবিবার জানিয়েছেন যে, বর্তমানে বঙ্গোপসাগরের উপরে অবস্থানকৃত নিম্নচাপটি ক্রমশ দুর্বল হয়ে তা দক্ষিণের রাজ্য ঝাড়খন্ড, ছত্রিশগড়ের দিকে চলে যেতে আরম্ভ করেছে।

আর এই নিম্নচাপের দরুন দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি মাপের বৃষ্টি আগামী কিছুদিন ধরে হতে চলেছে। তবে, আগামী ১৯ শে আগস্ট বঙ্গোপসাগরে আবার একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হবার মুখে। শক্তিশালী এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের বেশকিছু জেলাতে, প্রধানত দুই মেদিনীপুর জেলা, দক্ষিন ২৪ পরগনা জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা করা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, এবারের মরসুমে দক্ষিণবঙ্গের এই তিনটি জেলায় স্বাভাবিক বৃষ্টিপাত না হওয়ায় এই জেলাগুলির ফসল উৎপাদন বিষয়ে রাজ্যের কৃষি দপ্তর যথেষ্ট চিন্তিত ছিল। গত জুন মাস থেকে শুরু করে চলতি আগস্ট মাসের ১০ তারিখ পর্যন্ত পর্যন্ত মরসুমের স্বাভাবিক বৃষ্টিপাতের তুলনায় পূর্ব মেদিনীপুরে ৩৭ % পশ্চিম মেদিনীপুর ২৫% ও দক্ষিণ ২৪ পরগনাতে ২৯% শতাংশ কম শতাংশ বৃষ্টি হয়েছে। কিন্তু আমন ধান চাষের জন্য জুলাই মাসে প্রচুর বৃষ্টির প্রয়োজন হয়। কিন্তু জুলাই মাসে তিন জেলায় স্বাভাবিকের থেকে অনেকটাই কম বৃষ্টি হয়েছে।

এ প্রসঙ্গে রাজ্য কৃষি দপ্তরের প্রধান আবহাওয়াবিদ ডঃ মিনাল বিশ্বাস জানিয়েছেন যে, আগামী শক্তিশালী নিম্নচাপটির প্রভাবে এই তিন জেলায় যে বৃষ্টি হতে চলেছে, তা এখানকার আমন ধান চাষের জন্য যথেষ্ট উপযোগী হবে। তবে নিম্নচাপ দক্ষিণবঙ্গে একদিকে যেমন কৃষির সহায়ক হতে পারে, অন্যদিকে, তেমনিই আবার বন্যার কারণও হতে পারে।

আশঙ্কা করা হচ্ছে যে, শক্তিশালী এই নিম্নচাপটি যদি ঝাড়খণ্ড রাজ্যে প্রবল বৃষ্টি তৈরি করে, তবে সে রাজ্যে দামোদর বাঁধ থেকে অতিরিক্ত জল ছাড়তে হবে। সেই বাড়তি জলে দক্ষিণবঙ্গে বন্যা দেখা দিতে পারে।প্রসঙ্গত এ বছরের বর্ষার মৌসুমে দক্ষিণবঙ্গের কোথায় এখনও বন্যার পরিস্তিতি তৈরী হয়নি। তবে উত্তরবঙ্গে অধিক বৃষ্টির ফলে সেখানকার বেশ কিছু এলাকায় বন্যা দেখা গিয়েছিল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!