এখন পড়ছেন
হোম > রাজ্য > বাংলার বিধানসভা ভোটের ঢাকে কাঠি পরে গেল? আর তিন সপ্তাহের মধ্যেই শুরু হতে চলেছে এই বিশেষ কাজ

বাংলার বিধানসভা ভোটের ঢাকে কাঠি পরে গেল? আর তিন সপ্তাহের মধ্যেই শুরু হতে চলেছে এই বিশেষ কাজ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যে সাম্প্রতিক করোনা সংক্রমনের কারণে অনেক কিছুই স্থগিত রাখার সিদ্ধান্ত নিতে হচ্ছে রাজ্য সরকারকে। সম্প্রতি রাজ্যের ভোটার তালিকা সংশোধনের বিষয়টিও দু মাস পিছিয়ে দেওয়া হল করোনা সংক্রমণের কারণে। সাধারণত প্রতি বছর সেপ্টেম্বর মাস থেকে এই সংশোধনের কাজটি আরম্ভ করে থাকে নির্বাচন কমিশন।

কিন্তু চলতি বছরে রাজ্যের করোনা পরিস্থিতির কথা বিবেচনা করেই এই কাজটি শুরু হতে চলেছে আগামী ১৬ ই নভেম্বর থেকে। নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে আগামী ১৬ ই নভেম্বর প্রকাশিত হতে চলেছে রাজ্যের ভোটার তালিকা। আর সেদিন থেকেই ভোটার তালিকা সংশোধনের কাজও শুরু করা হবে।

এবারের ভোটার তালিকায় নাম সংযোজন বা বিয়োজনের প্রক্রিয়াটি আগামী ১৬ ই নভেম্বর থেকে শুরু হয়ে আগামী ১৫ ই ডিসেম্বর পর্যন্ত চলবে বলে নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে। আগামী ২০২১ সালের পয়লা জানুয়ারি যারা ১৮ বছর বয়সে পদার্পন করবেন তারা ৬ নম্বর ফর্ম টি পূরণ করে ভোটার তালিকায় নাম নথিভুক্তকরণের আবেদন জানাবেন।

ভোটার তালিকা থেকে মৃত সদস্যের নাম তুলতে ৭ নম্বর ফর্ম পূরণ করতে হবে। অন্যদিকে নামের বানান বা ঠিকানা সংশোধন বা পরিবর্তন করতে হলে তার জন্য পূরণ করতে হবে ৮ নম্বর ফর্ম টি। করোনা সংক্রমণ কালে সামাজিক দূরত্ব সহ সমস্ত স্বাস্থ বিধি মেনেই এবছরের ভোটার তালিকা সংশোধনের কাজ চালানো হবে বলে নির্বাচন কমিশন তরফ থেকে জানানো হয়েছে। তবে কোনো নির্বাচকের নাম নির্বাচন তালিকা থেকে বাদ দেওয়ার সময় যথেষ্ট সতর্ক হবার নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে চলতি চলতি আগস্ট মাসের ৭ তারিখে রাজ্যের ভোটার তালিকা সংশোধন বিষয়ে একটি নির্দেশিকা জারি করেছিল নির্বাচন কমিশন। যে নির্দেশিকায় বুথ পুনর্গঠন, অক্সিলিয়ারি বুথ নির্মাণ, সেইসঙ্গে আগামী নির্বাচনে যাতে একটি নির্বাচক পরিবারের সমস্ত সদস্যরা একটি ভোটকেন্দ্রে ভোট দিতে পারেন সেই সমস্ত দেখার নির্দেশ দেয়া হয়েছিল। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিককে আগামী ৩১ শে অক্টোবর এর মধ্যে এই সমস্ত কিছু সম্পূর্ণ ভাবে সমাপ্ত করে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে।

ইতিপূর্বে রাজ্যের বিভিন্ন বুথে ভোটার তালিকা সংশোধনের কাজ সম্পন্ন করা হতো। ইতিপূর্বে প্রতিটি নির্বাচকের বাড়ি গিয়ে খসড়া ভোটার তালিকার সঙ্গে প্রত্যেক সেই পরিবারের সদস্যদের নাম মিলিয়ে দেখতেন বিএলওরা। কিন্তু সম্প্রতি এ ব্যাপারে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছে যে, প্রতি রবিবার সমস্ত বুথে বসবেন বিএলওরা।

সেখানে তাদের সঙ্গে সেখানে উপস্থিত থাকবেন রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্টরা। আর এই সমস্ত পদ্ধতি সম্পূর্ণ হয়ে যাবার পর এক মাস চলবে এর আবেদন ও শুনানি। তারপর আগামী ২০২১ সালের জানুয়ারি, ফেব্রুয়ারি মাসের মধ্যে প্রকাশিত হতে হবে চূড়ান্ত ভোটার তালিকা যার ওপর ভিত্তি করেই রাজ্যে চলবে আগামী বিধানসভা নির্বাচন।

এভাবে ভোটার তালিকা সংশোধন নির্দেশিকার মধ্য দিয়ে রাজ্যে নির্বাচনের ঢাকের কাঠি পরে গেল। প্রসঙ্গত এ বছরের অক্টবর-নভেম্বর মাসেই বিহার রাজ্যের বিধানসভা নির্বাচন। বিহারের বিধানসভা নির্বাচনের পাশাপাশি দেশের বেশ কিছু কেন্দ্রে উপ নির্বাচনের সম্বাবনাও আছে। যার মধ্যে একটি উপ নির্বাচন কেন্দ্র হল আলিপুরদুয়ার জেলার ফালাকাটা বিধানসভা কেন্দ্র । তবে এই ফালাকাটা বাদ দিলে বাকি সমস্ত আসনগুলোতে উপ নির্বাচন আগামী বছরের বিধানসভা ভোটের সঙ্গে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় রাজ্যের মোট ভোটার সংখ্যা ছিল ৬ কোটি ৯৮ লাখ ৬৩ হাজার ১৫২ জন। বর্তমানে এই সংখা বাড়বে বলেই অনুমান করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!