এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বাংলার চার উপনির্বাচনে বিজেপির প্রার্থী কারা? চূড়ান্ত করে দিল্লি পাঠালো বঙ্গ বিজেপি!

বাংলার চার উপনির্বাচনে বিজেপির প্রার্থী কারা? চূড়ান্ত করে দিল্লি পাঠালো বঙ্গ বিজেপি!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-আগামী জুলাই মাসের ১০ তারিখে রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন রয়েছে। তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। তবে বিজেপি কবে প্রার্থী তালিকা ঘোষণা করে, সেদিকে নজর ছিল সকলের। অবশেষে গতকাল বিজেপির কোর কমিটির বৈঠকের পর সিদ্ধান্ত নিয়ে প্রত্যেকটি কেন্দ্রের জন্য তিনটি করে নাম দিল্লিতে পাঠানো হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। আর তার পরিপ্রেক্ষিতে খুব দ্রুত দিল্লি থেকে সায় এলেই এই চার কেন্দ্রের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করা হবে বলেই মনে করছেন একাংশ।

সূত্রের খবর, গতকাল বঙ্গ বিজেপির কোর কমিটির বৈঠকে বাংলার চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন নিয়ে আলোচনা হয়। যেখানে কাদেরকে প্রার্থী করা হবে, সেই ব্যাপারে বেশ কিছু নাম ঠিক করা হয়। জানা গিয়েছে, প্রত্যেকটি কেন্দ্রের জন্য তিনটি করে নাম ঠিক করেছে বঙ্গ বিজেপি। অর্থাৎ চারটি কেন্দ্রের জন্য মোট 12 টি নাম তারা দিল্লিতে পাঠাচ্ছে। আর সেখান থেকেই খুব দ্রুত অনুমোদন আসবে। আর তার পরিপ্রেক্ষিতেই বাংলার চার বিধানসভা কেন্দ্রে বিজেপি তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে দেবে। তবে কবে সেই প্রার্থী তালিকা ঘোষণা হয় এবং বিজেপির প্রার্থী হিসেবে কারা টিকিট পান, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!