এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > উৎসবের আবহে বাংলার পুলিশদের বড়সড় বার্তা মুখ্যমন্ত্রী মমতার, নজিরবিহীন পদক্ষেপে খুশির হাওয়া

উৎসবের আবহে বাংলার পুলিশদের বড়সড় বার্তা মুখ্যমন্ত্রী মমতার, নজিরবিহীন পদক্ষেপে খুশির হাওয়া


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- করোনা পরিস্থিতিতে এবছর পুজো আসলেও পুজোর আমেজ লাগেনি বাঙালির মনে। সেই সঙ্গে যদিও বা পুজোর সময় মানুষের বাইরে বেরোনোর এতোটুকুও আকাঙ্ক্ষা ছিল, কিন্তু পুজোর আগে করোনা সংক্রমণ যেভাবে তরতরিয়ে বেড়ে যায়, সেই কথা মাথায় রেখে হাইকোর্টের নির্দেশে বন্ধ হয়ে গিয়েছিল সমস্ত পুজোয় ঠাকুর দেখা সহ আনন্দের উপায়গুলি। তাই পুজোতে ঘরে বসেই কাটাতে হয়েছে মানুষকে।

তবে এ বছর করোনা সংক্রমণ যাতে না হয়, সেই কথা মাথায় রেখেই পুজো শুরু হওয়ার আগেই ভার্চুয়ালি সমস্ত প্রতিমা উদ্বোধন করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে মানুষকে পুজোয় করোনা সতর্কতা পালনের জন্যও বারবার অনুরোধ করতে দেখা গিয়েছিল প্রশাসনকে। প্রসঙ্গত উল্লেখ্য, প্রতি বছর বিজয়ের পরে নিজের স্বভাব সিদ্ধ ভঙ্গিতেই সকলকে বিজয়ার শুভেচ্ছা জানান তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে এবছর ভার্চুয়ালি পুজো উদ্বোধন করার সঙ্গে সঙ্গেই ভার্চুয়ালি বিজয়ার শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। জানা গেছে, একদিকে যেমন তৃণমূলের সুপ্রিমো হিসেবে তিনি অনেক বিশিষ্ট জনকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, তেমনই রাজ্যের স্বনামধন্য ব্যক্তিদের কাছেও পৌঁছে গেছে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাপত্র এবং বিজয়ার মিষ্টি। তবে সেই সঙ্গে তিনি শুভেচ্ছাপত্র পাঠাতে ভোলেননি রাজ্যের ফ্রন্টলাইন করোনা যোদ্ধাদের।

জানা গেছে, রাজ্যের সব থানার ওসিদের শুভেচ্ছাপত্র পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে একদিকে নিজেদের প্রতিদিনের ডিউটি সমলেও করোনার ঝামেলা, পুজো এত সমস্ত কিছুকে একসঙ্গে সামলানোর জন্য, তিনি এই সমস্ত মানুষদের কুর্নিশ জানিয়েছেন। সেই সঙ্গে তিনি রাজ্যবাসীকেও বিজয়ের শুভেচ্ছা জানাতে ভোলেননি।

এদিন বিজয়ার শুভেচ্ছা জানিয়ে তিনি রাজ্যবাসীর উদ্দেশ্যে টুইট করেন যে, বাংলার মা, মাটি, মানুষকে তিনি শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছেন। সেইসঙ্গে তাঁর তরফ থেকে বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়েছেন তিনি। তাঁর কথায়, এই বছর মায়ের এবার যাওয়ার পালা। বিষাদের সুরে, মিষ্টিমুখ করে তাই তিনি সকলকে আসছে বছর আবার হবে বলেই মন বাঁধতে বলেছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!