এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > কামাল দেখাচ্ছে মোদীর বিদেশ নীতি! চীনকে চাপে রেখে আন্তর্জাতিক স্তরে বড়সড় শক্তিবৃদ্ধি ভারতের

কামাল দেখাচ্ছে মোদীর বিদেশ নীতি! চীনকে চাপে রেখে আন্তর্জাতিক স্তরে বড়সড় শক্তিবৃদ্ধি ভারতের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – প্রধানমন্ত্রী হিসাবে প্রথমবারের জন্য শপথ নেওয়ার পর প্রায়শই দেখা যেত নরেন্দ্র মোদী বিদেশ সফরে যাচ্ছেন। এই নিয়ে বিরোধীদের আক্রমন ও অভিযোগের শেষ ছিল না। কখনও কখনও তা শালীনতার সীমাও ছাড়িয়ে যেত। তিনি বিদেশ ভ্রমনের জন্য প্রধানমন্ত্রী হয়েছেন – এই অভিযোগও তোলা হত। কিন্তু, গেরুয়া শিবিরের দাবি ছিল ভারতের বিদেশ নীতি আরও মজবুত করতেই তিনি বিদেশ সফর করছেন।

আরও দাবি করা হত, প্রধানমন্ত্রীর এই বিদেশ সফরের সুফল আগামীদিনে দেশবাসী বুঝতে পারবেন। বিশেষজ্ঞরা বলে থাকেন ভারতের বিদেশনীতি শক্তপোক্ত হওয়া একান্তই জরুরি। বিশেষ করে ভারতের দুই প্রতিবেশী দেশ পাকিস্তান ও চীন যেভাবে ভারতের অভ্যন্তরীণ ব্যাপারে তীব্রভাবে নাক গলিয়ে দেশকে অশান্ত করে উঠতে চায় বলে গোয়েন্দা রিপোর্টে উঠে আসে। সেখানে ভারতের সঙ্গে আমেরিকা, অস্ট্রেলিয়া ও ইউরোপের দেশগুলির মজবুত সম্পর্ক আরও বেশি করে দরকার।

আর বর্তমানে যেভাবে চীন ভারতের উপর চাপ বাড়াচ্ছে, সেখানে ভারতের পাশে বন্ধু মনোভাবাপন্ন দেশগুলির দাঁড়ানো আর আন্তর্জাতিক স্তরে ভারতের শক্তিবৃদ্ধি একান্তই জরুরি। আর সেই আবহেই এবার বড়সড় সুখবর সামনে এল ভারতের জন্য। রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসাবে আসন পেল ভারত। জানা গেছে ২০২১- এর জানুয়ারি মাস থেকে এই দায়িত্ব সামলানোর পদে আসিত করা হয়েছে ভারতকে। সূত্রের খবর এই আসন সামলানোর জন্য ১৯২ টি ভোটের মধ্যে ভারতের ঝুলিতে গেছে ১৮৪ টি ভোট।

প্রসঙ্গত, রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা মোট ১৫ টি দেশ। এরমধ্যে আমেরিকা, রাশিয়া, চীন, ফ্রান্স ও ব্রিটেন এই পাঁচটি দেশ স্থায়ী সদস্য হিসেবে মনোনীত হয়েছে। বাকি ১০ টি দেশ অস্থায়ী সদস্য হিসাবে দায়িত্ব সামলাবে বলে জানা গেছে। বর্তমানে যে দশটি দেশ অস্থায়ী সদস্য হিসাবে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের দায়িত্ব সামলাচ্ছে সেই দেশগুলি হল – পোল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, বেলজিয়াম, ডোমিনিকান রিপাবলিক, কোতে দ্য ভঁয়ে, ইকোয়াটরিয়াল গিনি, জার্মানি, ইন্দোনেশিয়া, কুয়েত, পেরু।

এবার এই শিরোপা আগামী দুই বছরের জন্য ভারতের মাথায় উঠতে চলেছে বলে জানা গেছে। ২০২১ ও ২০২২ সালে ভারত রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব সামলাবে বলে সূত্রের খবর। জানা গেছে ২০১১- ২০১২ সালে শেষবারের জন্য ভারতকে এই পদে মনোনিত করা হয়েছিল। এবার অষ্টম বারের জন্য ফের রাষ্ট্রসঙ্ঘের অস্থায়ী সদস্য হিসেবে মনোনীত হলো ভারত। জানা গেছে ১০ টি অস্থায়ী সদস্য দেশগুলিকে ঘুরিয়ে ফিরিয়ে এই পদে মনোনীত করা হয়।

ভারত ছাড়াও আরো নটি দেশকে আগামী দুই বছরের জন্য রাষ্ট্রসঙ্ঘের অস্থায়ী পদে মনোনীত করা হয়েছে বলে জানা গেছে। এর আগে সাতবার এই দায়িত্ব ভারত সামলেছে। আগামী বছরে আট বারের জন্য এই শিরোপা ভারতের মাথায় আসতে চলেছে বলে জানা গেছে। বিশেষজ্ঞরা বলছেন, চীন ইতিমধ্যেই নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ছিল। কিন্তু, দুই দেশের উত্তেজনাপূর্ণ অবস্থানের মধ্যে ভারত যেভাবে সংখ্যাগরিষ্ঠ দেশের সমর্থন নিয়ে নিজের জায়গা করে নিল – তা চীনকে পিছু হঠিয়ে ভারতের বিশাল বড় কূটনৈতিক জয় হিসাবেই গণ্য হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!