এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বাংলায় বিধানসভা নির্বাচনে ঠিক কত আসন পেতে চলেছে বিজেপি? ‘ফাঁস’ করে দিলেন বাবুল সুপ্রিয়

বাংলায় বিধানসভা নির্বাচনে ঠিক কত আসন পেতে চলেছে বিজেপি? ‘ফাঁস’ করে দিলেন বাবুল সুপ্রিয়


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচনের লড়াই জমে উঠেছে বলা যায়। শাসক দল তৃণমূল রাজ্য জয়ের হ্যাটট্রিক করে, রাজ্যের শাসন ক্ষমতাকে ধরে রাখতে চায়। অন্যদিকে বিজেপি রাজ্যের শাসক দল তৃণমূলকে অপসারিত করে রাজ্যের ক্ষমতা দখল করতে চায়। এদিকে বাম-কংগ্রেসও পিছিয়ে নেই। তারা জোট করে তৃণমূল ও বিজেপিকে বিপাকে ফেলার চেষ্টায় আছে। এই রুদ্ধশ্বাস পরিস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় জানালেন যে, আগামী বিধানসভা নির্বাচনে ২০০ এরও বেশি আসন পেয়ে রাজ্যের ক্ষমতা দখল করতে চলেছে বিজেপি। এই বিষয়ে তিনি বিশেষ আশাবাদী। এর সঙ্গেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে অভিযোগ করলেন তিনি।

প্রসঙ্গত চলতি মাসের শুরুর দিকেই বঙ্গ সফরে এসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্য বিজেপির নেতা কর্মীদের ২০০ টি আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন। আসন্ন নির্বাচনের লক্ষ্যে দলের সংগঠনকে ঢেলে সাজাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিজেপি। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় জানালেন যে, আগামী বিধানসভা নির্বাচনে ২০০ টিরও বেশি আসন পেয়ে রাজ্যের ক্ষমতা দখল করতে চলেছে বিজেপি। এরপর মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তিনি জানালেন যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধান মানেন না।

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের প্রচারে ঝড় তুলতে রাজ্যে একাধিক জনসভা করার পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রীর। সেইসঙ্গে তারকা প্রচার শুরু করতে চলেছে বিজেপি। বিজেপির ফিল্মি দুনিয়ার একাধিক নেতা-নেত্রীরাও প্রচারে আসবেন বলে জানা যাচ্ছে। এদিকে দলের সংগঠনকে মজবুত করতে উঠে পড়ে লেগেছে বিজেপি। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ বিজেপির সহকারী পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হলো বিজেপির আইটি সেলের সর্বভারতীয় সভাপতি অমিত মালব্যকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সম্প্রতি, পশ্চিমবঙ্গে বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় সঙ্গে তিনিও পশ্চিমবঙ্গের কাজ দেখছেন। রাজ্য বিজেপির আইটি সেলের দায়িত্বও পালন করবেন তিনি। এছাড়া পশ্চিমবঙ্গকে মোট পাঁচটি জোনে ভাগ করে দিয়ে, এক একজন কেন্দ্রীয় নেতাকে এক একটি জোনের দায়িত্ব দেয়া হয়েছে। যাদের মুখ্য কাজ হবে এলাকায় গণসংযোগ বৃদ্ধি করা।

এদিকে গত ২০১৯ এর লোকসভা নির্বাচনে আশানুরূপ ফল না হওয়ার পর ভোট কুশলী পিকেকে এ রাজ্যে তলব করেছে শাসকদল তৃণমূল। পিকে ব্যস্ত আছেন শাসকদল তৃণমূলের সংগঠনকে মজবুত করে দলকে সাফল্যের শিখরে পৌঁছে দিতে। সাংগঠনিক শক্তি বৃদ্ধি, জনসংযোগ, রাজ্যের উন্নয়নের প্রচার চালাচ্ছে তৃণমূল।

এদিকে আসন্ন বিধানসভা নির্বাচনে বাম ও কংগ্রেস জোট বদ্ধ হয়ে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে। দলের পুরোনো কর্মী, যারা সম্প্রতি বসে গিয়েছেন, তাদের আবার সচল করার কাজ শুরু হল। এদিকে, বাম কংগ্রেস যৌথভাবে একাধিক সভা-সমিতি করে চলেছে। এভাবে আসন্ন বিধানসভা নির্বাচনে একটি জমজমাট লড়াই তৈরি হতে চলেছে। এই পরিস্থিতিতে বিধানসভা নির্বাচনে বিজেপির সাফল্য নিয়ে মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!