এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > কি বললেন মমতা বাঁকুড়ার সভা থেকে, দেখে নিন একনজরে

কি বললেন মমতা বাঁকুড়ার সভা থেকে, দেখে নিন একনজরে


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি বাঁকুড়া সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই সমগ্র সেখান থেকেই তাঁকে বিরোধীদের উদ্দেশ্যে অনেক কথাই বলতে দেখা গেছে। সেখানে বর্তমানে তৃণমূলের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী বিজেপিকে কটাক্ষ করে যেমন তাকে বলতে শোনা গেছে যে বিজেপি ভয়-ভীতির রাজনীতি করছে।

সেখানেই কংগ্রেসের বিরুদ্ধে ”জগাই,-মাধাই-এক হয়েছে।” বলেও কটাক্ষ করতে দেখা গেছে তাঁকে। বিজেপির বিরুদ্ধে অভিযোগ এনে তিনি বলেছেন, তাঁকে ভয় দেখিয়ে লাভ নেই। কারণ বাংলায় তারা একটাও আসন পাবে না। তাঁর কথায়, “আমি জেলে থাকলেও তৃণমূলকে জেতাব।”

অন্যদিকে, বাঁকুড়ার সভা থেকে শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্যে তিনি বলেছেন, কেউ বিদেশে পড়তে গেলে তাঁদের ২০ লক্ষ টাকার ঋণ দিচ্ছে সরকার। অন্যদিকে দেশে পড়লে ১০ লক্ষ টাকার ঋণ দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, মেয়ের বিয়ে দেওয়ার যাদের পয়সা নেই, গরিব মানুষরা সেই জন্য আগে থেকে আবেদন করলে ২৫ হাজার টাকা দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

সেইসঙ্গে স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত টাকা দেওয়া হচ্ছে বলেও জানান হয়েছে। তাঁর কথায়, “মেয়েরা আমাদের গর্ব, মা-মেয়েদের জন্যই সংসার দাঁড়ায়”। তাই সব মেয়েদের জন্য কন্যাশ্রীর টাকা দেওয়া হচ্ছে বলেই জানিয়েছেন তিনি। সেইসঙ্গে ১৮ বছর বয়স হলে সরকার থেকে ২৫ হাজার টাকা দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

এরই সঙ্গে নিজেদের দলের উদ্দেশ্যে তিনি বলেছেন, সরকার দেখার সঙ্গে সঙ্গে এবার থেকে তিনিই দলও দেখবেন। সেইসঙ্গে কে কোথায় যাচ্ছে, কে কার সঙ্গে যোগাযোগ রাখছে, কে কি করছে, সব তাঁর কাছে খবর আছে বলেও জানান তিনি। সেইসঙ্গে তৃণমূল কংগ্রেস কর্মী হিসেবে তিনি সারা বাংলার অবজার্ভার হিসেবেও নিজেকে দাবি করেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাঁর কথায়, দলের মধ্যে কে কোথায় পর্যবেক্ষক তা নিয়ে অনেক কিছু ছক করা হচ্ছে বলেও জানান তিনি। সেইসঙ্গে ব্যাক্তিগত কারও বিরুদ্ধে মানুষের রাগ, ক্ষোভ থাকলেও পুরো তৃণমূল দলকেকে খারাপ না ভাবতেই অনুরোধ করেছেন তিনি। কিন্তু তৃণমূল কংগ্রেস দাঙ্গায় মদত দেবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

তাঁর কথায়, সবাই খারাপ হতে পারে না। অধিকাংশই ভাল, তার মধ্যে কিছু খারাপ মানুষ থাকতে পারে। অন্যদিকে তিনি বলেন, এই সরকার মানবিক সরকার, মানুষের কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য নয়।

তাঁর দাবি, সরকারি কাজ সাধারণ মানুষের জন্য তাঁরা বিনা পয়সায় করে দেন। এছাড়া, ১লা ডিসেম্বর থেকে দুয়ারে দুয়ারে সরকার যাবে বলেও জানান তিনি। ফলে যাঁরা এখনও কোনও সরকারি প্রকল্পের সুবিধা পাননি, তাঁরা সেখানে গেলে সুবিধা পেয়ে যাবেন বলেও জানান তিনি।

অন্যদিকে বিজেপির উদ্দেশ্যে তিনি বলেন, “বিজেপিকে বলে রাখি, কিছুদিন পর আপনাদের বলতে হবে, ভাই রে সারা দেশ পেলেও বাংলাটা পেলাম না।” সেইসঙ্গে রাতের অন্ধকারে কে কোথায় যাচ্ছে, কে কার সঙ্গে যোগাযোগ রাখছে, বিজেপি সেটা খবর রাখছে বলেও জানান তিনি।

তাঁর কথায়, তিনি মনে করেন, বিজেপি ধান্দাবাজ, এই ধান্দাবাজদের একটা দল আছে। তাঁর কথায়, তিনি সব জানেন, কিন্তু ছেড়ে রেখেছেন। তিনি আরো বলেন যে, দু’-একজনকে দেখবেন, তৃণমূলও করছে, আবার অন্যদের সঙ্গে যোগাযোগও রাখছে। সেইসঙ্গে তিনি বলেন, ভারতীয় জনতা পার্টি দেশের অভিশাপ। এই অভিশাপকে জব্দ করতে হবে, স্তব্ধ করতে হবে বলেই জানিয়েছেন তিনি।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!