এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > দলবিরোধী কাজের অভিযোগে প্রকাশ্যেই খড়্গহস্ত ২ প্রভাবশালী তৃণমূল নেতানেত্রী, বাড়ছে অস্বস্তি!

দলবিরোধী কাজের অভিযোগে প্রকাশ্যেই খড়্গহস্ত ২ প্রভাবশালী তৃণমূল নেতানেত্রী, বাড়ছে অস্বস্তি!


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কিছুতেই কমছে না। সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে তৃণমূল কংগ্রেস নিজেদের দলের অভ্যন্তরীণ কোন্দল বন্ধ করতে সবথেকে বেশি উদ্যত হয়েছে। কিন্তু লাভের লাভ হচ্ছে না কিছুতেই। এবার রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তথা রায়গঞ্জ 1 ব্লকের সভাপতি মানসকুমার ঘোষের বিরুদ্ধে দল বিরোধী কার্যকলাপের অভিযোগ তুললেন রায়গঞ্জ 1 ব্লকের গ্রাম পঞ্চায়েতের প্রধান সীমা মন্ডল।

স্বাভাবিকভাবেই দুই নেতা নেত্রীর এই গন্ডগোল এখন প্রকাশ্যে চলে আসায় তৃণমূলের অস্বস্তি অনেকটাই বৃদ্ধি পেল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সূত্রের খবর, বুধবার দুপুরে পঞ্চায়েতের সভাকক্ষে ব্লক সভাপতি মানসকুমার ঘোষের বিরুদ্ধে সরব হন গৌরী গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান সীমা মন্ডল। যেখানে দল বিরোধী কাজের পাশাপাশি তাকে হুমকি দেওয়া সহ অগণতান্ত্রিক প্রক্রিয়ায় সংগঠনের কাজ করার অভিযোগ তুলেছেন এই নেত্রী। যার জেরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এদিন এই প্রসঙ্গে তৃণমূলের সীমা মন্ডল বলেন, “মানসবাবু নিজের খেয়াল-খুশি মত অনুগামীদের বিভিন্ন পোস্ট দিয়েছেন। আমরা বরাবরই এসবের প্রতিবাদ করে এসেছি। এই কারণে দীর্ঘদিন ধরে তিনি এবং তার অনুগামীরা আমাকেও এলাকার অন্যান্য দলীয় নেতাকর্মীদের হুমকি দিচ্ছে। পাশাপাশি আমাদের প্রতি অশালীন মন্তব্য করছেন। এর বিরুদ্ধে সরাসরি জেলা নেতৃত্বের কাছে আমরা অভিযোগ করেছি। এই বিষয়ে তাদের দ্রুত হস্তক্ষেপ চাইছি।”

তবে সীমা মন্ডলের তোলা এই অভিযোগকে সম্পূর্ণরূপে অস্বীকার করেছেন মানসকুমার ঘোষ। তিনি বলেন, “এসব মিথ্যা অভিযোগ ব্লক এবং জেলা নেতৃত্বের বিনা অনুমতিতে দলের কেউ সাংবাদিক সম্মেলন করে, সেটা প্রকৃতপক্ষে দল বিরোধী কাজ হয়। ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং তার অনুগামীরা সম্প্রতি দলের সভায় স্থানীয় কর্মীদের আসতে বাধা দিয়েছিলেন। সেটা দলবিরোধী কাজ।” কিন্তু এভাবেই যদি চলতে থাকে, তাহলে কিভাবে তৃণমূল আগামী দিনে ঐক্যবদ্ধভাবে লড়াই করবে! এখন তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। এদিন এই প্রসঙ্গে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, “ঘটনার কথা শুনেছি। আমরা দলের অভ্যন্তরে দু পক্ষের সঙ্গে কথা বলে সমস্যা মেটানোর চেষ্টা করব।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশ্লেষকদের একাংশ বলছেন, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এখন মাঝেমধ্যেই সরব হতে দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টিকে। বিজেপি চাইছে যেনতেন প্রকারেণ তৃণমূলকে চাপে রাখতে। সেই মত করে নানা কর্মসূচি নিতে দেখা যাচ্ছে তাদের। কিন্তু তৃণমূলের সবথেকে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে তাদের দলের নেতা-নেত্রীরা। বারবার গোষ্ঠীদ্বন্দ্ব বন্ধ করার কথা বলা হলেও নীচুতলার নেতাকর্মীদের মধ্যে সেই নির্দেশ কোনোক্রমেই পৌঁছতে দেখা যাচ্ছে না।

তাই মাঝেমধ্যেই বিভিন্ন নেতা-নেত্রীকে একে অপরের বিরুদ্ধে প্রকাশ্যে সরব হতে দেখা যাচ্ছে। যে ঘটনাকে কেন্দ্র করে শাসকদলের অস্বস্তি যেমন বৃদ্ধি পাচ্ছে, ঠিক তেমনই বিরোধীরা এই ইস্যুকে হাতিয়ার করে পথে নামতে পারে বলেও আশঙ্কা করছেন বিশ্লেষকরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, জেলা তৃণমূল নেতৃত্ব দুই নেতা নেত্রীর গন্ডগোলকে প্রশমিত করতে কি পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই নজর থাকবে সকলের।

 

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!