এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “বাপের বেটা হলে ভোট শেষ হওয়ার আগে জয় সিয়া রাম বলিয়ে ছাড়ব।” – বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের

“বাপের বেটা হলে ভোট শেষ হওয়ার আগে জয় সিয়া রাম বলিয়ে ছাড়ব।” – বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে শাসকদল তৃণমূলে বারবার ভাঙ্গন দেখা দিলেও দলের শীর্ষ নেতৃত্ব তাতে আমল দিতে নারাজ। আগামী বিধানসভা নির্বাচনে দলের জয় নিয়ে আত্মবিশ্বাসী তৃণমূল। আজ কুলপির জনসভা থেকে বিজেপিকে তীব্র কটাক্ষ ও হুঁশিয়ারি দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানালেন যে, বাপের বেটা হলে ভোট শেষ হবার পূর্বেই বিজেপির নেতাদের তিনি জয় সিয়ারাম বলিয়েই ছাড়বেন। তিনি জানালেন, মহিলাদের যোগ্য সম্মান দেয়া প্রয়োজন।

অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, এখানে ছোট্ট মহিলা জন্মালে, তাকে মা বলে ডাকা হয়। এরপর বিজেপির প্রতি তিনি অভিযোগ করলেন বিজেপি মহিলাদের অসম্মান করছে। তাঁর কথায়, ” মহিলাদের অসম্মান মানে মা দুর্গা। কত বড় সাহস! বলছে, দুর্গাকে কে জানে, কে চেনে? দুর্গা মা যেদিন জাগবে, অসুরদের দলে হাজারে হাজারে লোক। মা দুর্গা একা। এখানেও মমতা একদিকে, সারা দেশের বিজেপি নেতারা একদিকে। সাথে ইডি, সিবিআই, আয়কর দফতর, ১০টা মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয়মন্ত্রী আর সিপিএম-কংগ্রেস। ”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অভিষেক বন্দ্যোপাধ্যায় জানালেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষার্থীদের ট্যাব যেমন দিয়েছেন, তেমনি স্কুলের পোশাকও দিয়েছেন। তিনি প্রশ্ন করলেন যে, বিজেপি শিক্ষার্থীদের জন্য কি করেছে? তা জানাক। মহিলাদের সন্মান দেওয়া কি বিজেপি শেখাবে? তিনি প্রশ্ন করেছেন। এরপরই তিনি জানান যে, ভোট শেষ হওয়ার আগেই বিজেপিকে জয় সিয়ারাম বলতে হবে। সীতাকে সম্মান করে স্লোগান দিতে হবে।

কুলপির জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জানালেন যে, কারা তলে তলে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছিলেন? তা এখন স্পষ্ট হয়ে গেছে। এখন দলের স্টিয়ারিং আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। তিনি দাবি করলেন যে, আগামী বিধানসভা নির্বাচনে ২৫০ টি আসনের থেকে একটি আসনও কম পাবে না তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান যে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত বলেছেন বাংলায় অনুপ্রবেশকারীরা ঢুকছেন। কিন্তু অরুণাচল, লাদাখে ভারতীয় ভূখণ্ড দখল করে বসে আছে চীন। দেশ থেকে প্রত্যেক অনুপ্রবেশকারীকে বিতাড়িত করা হোক। তিনি অভিযোগ করলেন, ফেক নিউজ এর মাধ্যমে বিভ্রান্ত করা হচ্ছে মানুষকে।

তিনি অভিযোগ করলেন সিএএর বিষয়ে মতুয়াদের বিভ্রান্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন যে, ভ্যাক্সিনেশন শেষ হলে কার্যকর করা হবে সিএএ। তিনি প্রশ্ন করেছেন, মতুয়ারা যদি নাগরিক না হন, তাহলে তাদের ভোটে কিভাবে প্রধানমন্ত্রী হলেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় জানালেন যে, স্বাস্থ্য সাথী কার্ড হল একটি যুগান্তকারী সিদ্ধান্ত। সারা দেশ যা করে দেখাতে পারেনি। তিনি জানালেন যে, পশ্চিমবঙ্গ ছাড়া আর কোথাও বিনামূল্যে রেশন দেওয়া হয় না।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!