এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > ভয় পাচ্ছেন পোলিং এজেন্টরা? সমাধানের বার্তা দিয়ে বুথে বসার নিদান শুভেন্দুর!

ভয় পাচ্ছেন পোলিং এজেন্টরা? সমাধানের বার্তা দিয়ে বুথে বসার নিদান শুভেন্দুর!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-প্রত্যেকটি নির্বাচনে এই রাজ্যের শাসক দল অশান্তি করার চেষ্টা করে ভয় দেখানোর চেষ্টা করে বিরোধীদলের পোলিং এজেন্টদের। এবারেও এতকিছু নিরাপত্তা থাকা সত্ত্বেও তারা বেশ কিছু জায়গায় সেই কাজ করেছে। যাতে পোলিং এজেন্টরা বসতে না পারে। কিন্তু সপ্তম তথা শেষ দফার ভোটে যাতে সেই রকম কিছু না হয়, তার জন্য পোলিং এজেন্টদের সমাধানের বার্তা দিয়ে বুথে বুথে বসার পরামর্শ দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

প্রসঙ্গত, শেষ দফার প্রচারে বসিরহাটে বিজেপি প্রার্থীর সমর্থনে বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী। আর তিনি খুব ভালো মতই জানেন যে, এখানে পোলিং এজেন্টদের বুথে বসতে বাধা দেওয়া হবে। তাই তাদের ভরসা যুগিয়ে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “যদি কেউ বুথে যেতে না পারেন বা বুথ থেকে বেরোনোর সময় তাদের ভয় হয় বা আপনার নিরাপত্তাহীনতায় ভোগেন, তাহলে সাথে সাথেই সমস্ত নেতাদের আপনাদের অসুবিধা কথা জানাবেন। সমস্যার সমাধান হবে।”

অর্থাৎ পোলিং এজেন্টদের ভয়ে গুটিয়ে যাওয়ার যে কোনো কারণ নেই, বরঞ্চ তাদের পাশে যে দলীয় নেতারা সবসময় থাকবেন এবং তাদের অসুবিধে হলেই যে পদক্ষেপ গ্রহণ করা হবে, তা স্পষ্ট করে দিয়ে অভয়ের বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। যার ফলে বিজেপি নেতা কর্মীরা পোলিং এজেন্ট হয়ে বসতে অনেকটাই সাহস পাবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!