এখন পড়ছেন
হোম > জাতীয় > ফের কান্ড ত্রিপুরাতে, আক্রান্ত তৃণমূলের দুই হেভিওয়েট সাংসদ, অভিযোগের কাঠগড়ায় বিজেপি

ফের কান্ড ত্রিপুরাতে, আক্রান্ত তৃণমূলের দুই হেভিওয়েট সাংসদ, অভিযোগের কাঠগড়ায় বিজেপি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি ত্রিপুরায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এরপর দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা, জয়া দত্তর ওপরে হামলার অভিযোগ উঠেছে। আজ তৃণমূলের দুই হেভিওয়েট সাংসদ দোলা সেন ও অপরুপা পোদ্দারের ওপরে হামলার অভিযোগ উঠেছে। ঘটনায় তৃণমূল সম্পূর্ণভাবে দায়ী করেছে বিজেপিকে। তবে, বিজেপির কটাক্ষ, সম্পূর্ণটাই নাটক করছে তৃণমূল।

তৃণমূল সূত্রে জানা গেছে যে, আজ আগরতলাতে স্বাধীনতা দিবস পালন করার পর তৃণমূল সাংসদ দোলা সেন ও অপরুপা পোদ্দার দক্ষিণ ত্রিপুরার বেতাকা গ্রামে যাচ্ছিলেন। সেখানে তৃণমূলের একটি পার্টি অফিস উদ্বোধন করার কথা ছিল। তবে, গ্রামে পৌঁছাতেই তাঁদের গাড়ি আটকে দেয়া হয়। এরপর তাঁদের গাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে। নিরাপত্তা দিতে গিয়ে নিরাপত্তারক্ষীর মাথা ফেটে গেছে বলেও, অভিযোগ উঠেছে। এরপর অপরুপা পোদ্দারের ব্যাগ ও মোবাইল কেড়ে দিয়ে নর্দমার জলে ছুড়ে ফেলা দেয়া হয়েছে বলে, অভিযোগ উঠেছে। পুলিশের বিরুদ্ধেও তাঁরা নিষ্ক্রিয়তার অভিযোগ করেছেন। ঘটনায় সম্পূর্ণ দায়ী করা হয়েছে বিজেপিকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তৃণমূল নেত্রী দোলা সেন অভিযোগ করেছেন, কোন রকমে বেঁচে গেছেন তিনি। তাকে বাঁচাতে গিয়ে জখম হয়েছেন তাঁর ব্যক্তিগত সচিব। দুজন স্থানীয় তৃণমূল নেতাকেও বেধড়ক মারধর করা হয়েছে। এ প্রসঙ্গে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার জানিয়েছেন যে, ত্রিপুরায় কোন গণতন্ত্র নেই। বাইক বাহিনী ঘিরে ধরে দলের দুই সাংসদ দোলা সেন ও অপরুপা পোদ্দারের উপর হামলা করেছে। তবে, বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে যে, সম্পূর্ণটাই নাটক করছে তৃণমূল।

রাজ্যে তৃণমূলের কোন ভিত্তি নেই। তাই এসব অভিযোগ এনে নজর কাড়ার চেষ্টা করা হচ্ছে। বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে জানানো হয়েছে যে, ত্রিপুরাতে আইনের শাসন রয়েছে। তা মানুষ বোঝেন। দোলা সেন ও অপরুপা পোদ্দারের ওপর হামলার ঘটনা ঘটেছে কিনা? তা তাঁরা জানেন না। তাঁদের কথার কোন ঠিক নেই। নাটকের স্ক্রিপ্ট অনুযায়ী প্রতিটি জায়গায় তাঁরা নাটক করছেন। না হলে যেখানে জনগণ নেই, সেই জঙ্গলের মাঝে কেন তাঁরা গেছেন? ত্রিপুরাতে তৃণমূলের কোন পার্টি অফিসই নেই। হোটেলের সামনে পতাকা উত্তোলন করা হচ্ছে। তাহলে, তাঁরা জঙ্গলে কেন গেলেন? প্রশ্ন করা হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!