এখন পড়ছেন
হোম > জাতীয় > বাংলার নির্বাচন কমিশন দপ্তরে কেন্দ্রের প্রতিনিধি, বিধানসভা ভোট নিয়ে শুরু হয়ে গেল জল্পনা

বাংলার নির্বাচন কমিশন দপ্তরে কেন্দ্রের প্রতিনিধি, বিধানসভা ভোট নিয়ে শুরু হয়ে গেল জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –পশ্চিমবঙ্গে করোনার তান্ডবের মাঝেই কড়া নাড়তে শুরু করে দিয়েছে আগামী বছরের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। তাই করেনার ভ্রুকুটি উপেক্ষা করেই পশ্চিমবঙ্গের শাসক ও বিরোধীদল গুলি নির্বাচনের পাশাখেলার ঘুটি সাজাতেও শুরু করে দিয়েছে। তবে, শুধু পশ্চিমবঙ্গই নয়, বিভিন্ন রাজ্যেই বর্তমানে করা নাড়ছে নির্বাচন। আর তাই রাজ্যগুলির আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখে উক্ত নির্বাচনের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করতেও শুরু করে দিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন।

এমনকি কেন্দ্রীয় নির্বাচনের কমিশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট রাজ্যগুলিতে বিভিন্ন নির্দেশ যেতেও শুরু করে দিয়েছে। তবে, বর্তমানের এই ক্রমবর্ধমান করোনা পরিস্হিতির মধ্যে নির্বাচনের মহাযজ্ঞের ব্যবস্থা করা আদৌ সম্ভব হবে কিনা, তা নিয়ে প্রশ্ন রয়েছে অনেকের মনেই। এই অবস্থায় কলকাতায় পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক(সিইও)-এর দফতরে এলেন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি। যা নিয়ে চড়তে শুরু করে দিয়েছে কৌতূহলের পারদ। যদিও এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন রাজ্যের সিইও দফতর।

সংবাদসূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক(সিইও)-এর দপ্তরে এসেছিলেন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ডাইরেক্টর-২ (আইটি) কমল আগরওয়াল।প্রসঙ্গত ১৯৫০ বলে নির্বাচন কমিশনের একটি টোল ফ্রি হেল্পলাইন নম্বর আছে। এই নম্বরে বিনামূল্যে ফোন করে ভোট, ভোটের পরিচয়পত্র বা এপিক কার্ড, ভোটার তালিকা প্রভৃতি সম্পর্কে তথ্য অবগত হতে, নিবন্ধন করতে ও অভিযোগ জানাতে পারেন সাধারণ মানুষ। ভোটার সচেতনতা বৃদ্ধি, বা ভোটের শিক্ষার মতো বিষয়েও বিশেষ গুরুত্বপূর্ণ এই হেল্পলাইন নম্বরটি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বৈঠক সূত্রে, জানা গেছে এই হেল্পলাইন নম্বরটির বর্তমান হালহকিকত বিষয়ে বিস্তারিত আলোচনা চালান কেন্দ্রীয় কমিশনের প্রতিনিধি আগরওয়াল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক(সিইও) আরিজ আফতাব-সহ অন্য আধিকারিকদের সঙ্গে। পর্যালোচনা বৈঠক সূত্রের দাবি, সংশ্লিষ্ট এই বৈঠকটি ছিল শুধুমাত্র রুটিন বৈঠক, এর অন্যকোন অর্থ খোঁজা মূল্যহীন।

প্রসঙ্গত, কিছুদিন আগে কেন্দ্রীয় উপ নির্বাচন কমিশনারেরা বিভিন্ন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক(সিইও)-দের সঙ্গে অনলাইনে ভার্চুয়াল বৈঠক করেছিলেন বর্তমানের করোনা পরিস্থিতিতে রাজ্যগুলির আসন্ন নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে। তবে, এটাও ঠিক যে, বর্তমানে করোনা পরিস্থিতে যখন নানা গুরুত্বপূর্ণ সরকারি বৈঠকের আয়োজন করা হচ্ছে অনলাইনে ভার্চুয়াল ভাবে, তখন এক নিতান্ত রুটিন বৈঠকের জন্য রাজ্যের নির্বাচন কমিশনের দপ্তরে কেন্দ্রের নির্বাচন কমিশনের প্রতিনিধিদের আগমন কিন্তু কোন তুচ্ছ ব্যাপার বলে মনে করা সমীচীন হবে না।

প্রসঙ্গত, দেশজুড়ে চলা পূর্ণ লকডাউনের সময়ে নির্বাচনী হেল্পলাইন নম্বর ১৯৫০ এর কলসেন্টার বন্ধ রাখা হয়েছিল। তাই এই নম্বরের পরিষেবাও তখন বন্ধ ছিল। তবে গত জুন মাস থেকে সিইও দপ্তরের অধীনস্ত এই নম্বরের কলসেন্টার-এর কাজ পুনরায় পূর্ণমাত্রায় শুরু হয়ে গিয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!