এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এবার বাংলার বুকে গ্যাস কেলেঙ্কারিতে গ্রেপ্তার হলেন প্রভাবশালী বিজেপি নেতা, তীব্র শোরগোল

এবার বাংলার বুকে গ্যাস কেলেঙ্কারিতে গ্রেপ্তার হলেন প্রভাবশালী বিজেপি নেতা, তীব্র শোরগোল


এবার বাংলার বুকে গ্যাস কেলেঙ্কারিতে গ্রেপ্তার হলেন প্রভাবশালী বিজেপি নেতা রাজেশ মণ্ডল,যা গিরে শোরগোল পরে গেছে বাংলায়। জানাযাচ্ছে ওই বিজেপি নেতা পুরুলিয়া শহর উত্তর মণ্ডলের বিজেপি-র সাধারণ সম্পাদক।জানা যাচ্ছে এই বিজেপি নেতার বাড়ি পুরুলিয়া শহরের তেলকল পাড়ায়। তাঁর বিরুদ্ধে প্রধানমন্ত্রী উজ্জ্বলা গ্যাস সংযোগ দেওয়ার নাম করে গ্রাহকের কাছ থেকে টাকা নিয়ে আত্মসাত্‍ করার অভিযোগ উঠেছিল এরপর পুলিশ তাঁকে গ্রেফতার করে ,এদিন আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দেন।

পুলিশ সূত্রে খবর, বিজেপি নেতা রাজেশ মণ্ডলের বিরুদ্ধে পুরুলিয়া দুর্নীতি দমন শাখা আইপিসি ৪২০, ১০৬, ৩৪, ১৮৮, ৭১এ(২) এই ধারায় মামলা দায়ের করা হয়েছিল। পুরুলিয়া শহরের কয়েকজন বাসিন্দা অভিযোগ করেছিলেন যে ‌প্রধানমন্ত্রী উজ্জ্বলা গ্যাস সংযোগ নেওয়ার জন্য ওই ব্যক্তিকে তাঁরা ২০১৮ সালে সমস্ত নথি ও টাকা জমা দেন। কিন্তু গ্যাসের সংযোগ পাননি।এদিকে তাঁদের অ্যাকাউন্টে মাসে মাসে গ্যাসের সাবসিডির টাকা ঢুকছে। তখনই বিষয়টি জানতে পেরে ওই বিজেপি নেতার সাথে যোগাযোগ করেন। কিন্তু তিনি কোনো পাত্তা দেননি। টাকা ফেরত নাকি দেননি। যে কারণে তাঁরা থানায় অভিযোগ জানান। সেই অভিযোগের ভিত্তিতেপুলিশ তাঁকে গ্রেফতার করে ও আদালতে তোলা হয় তাঁকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যদিও ওই ধৃত বিজেপি-র মণ্ডল নেতার দাবি, তাঁকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে।তাঁর পশে দাঁড়িয়েছে বিজেপি নেতৃত্ব।তাদের দাবি ওই নেতা কোনো টাকা নেননি কারুর কাছে , তৃণমূল ষড়যন্ত্র করে এমন কাজ করেছে।বিজেপি পুরুলিয়ায় ভালো প্রভাব ফেলেছে যে কারণেই জমি হারানোর ভয়ে তৃণমূল এইভাবে বিজেপি নেতাকে ফাঁসিয়ে বিজেপির ভাবমূর্তি খারাপ করার চেষ্টা করছে। বিজেপির আরো দাবি এইভাবে বিজেপিকে আটকানো যাবেন এ, সাধারণ মানুষ সব দেখছেন ২০২১ এ জবাব দেবেন।

এবিষয়ে তৃণমূলের জেলা সভাপতি মন্ত্রী শান্তিরাম মাহাতো বলেন, ‘‌প্রতারণা করলে আইনে যে নিয়ম আছে তাতে পুলিশ ব্যবস্থা নেবেই, তাতে যেই হোক। দলমত নির্বিশেষে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত।’‌

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!