ভাঙরকে শান্ত করতে ফের মাঠে নামছে শাসকদল রাজ্য January 7, 2018 গত কিছুদিন ধরে পাওয়ার গ্রিডকে কেন্দ্র করে ভাঙড়ে বিশৃঙ্খলার পরিবেশ তৈরী হয়েছে।রাজ্য সরকারের পক্ষ থেকে উত্তপ্ত গ্রামবাসী তথা আন্দোলনকারীদের শান্ত করবার নানান প্রচেষ্টায় বৃথা প্রমাণিত হচ্ছে।তাই আজ ভাঙড়ে ফের শাসক দলের তরফ থেকে আয়োজন করা হয়েছে একটি জনসভার।সভায় উপস্থিত থাকবেন আরাবুল ইসলাম ও রেজ্জাক মোল্লা প্রমুখ তৃণমূল নেতৃত্বরা।এছাড়াও দেখা মিলতে পারে তৃণমূলের জেলা সভাপতি শোভন চট্টোপাধ্যায়ের। প্রসঙ্গত,বিগত কিছুদিন ধরে ভাঙড়ের বুকে যে বিক্ষিপ্ত জমিরক্ষা আন্দোলন শুরু হয়েছিল তা ভাঙড়ের গোটা এলাকায় সৃষ্টি করেছে এক সন্ত্রাসের বাতাবরণ।জমিরক্ষা কমিটির অভিযোগ শাসকের দলের পক্ষ থেকেই তাদের উপর কোনো কারণ ছাড়াই চালানো হচ্ছে হামলা।উল্টোদিকে তৃণমূলের অভিযোগ,তাদের ২ কর্মী অপহৃত হয়েছে এই আন্দোলনের সময়।এই সকল অভিযোগ এবং পাল্টা অভিযোগের পর্বকে শেষ করবার জন্যই তৃণমূলের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে এই সভার।সভার জন্য বাছা হয়েছে পাওয়ার গ্রিডের পাশের এলাকা।সূত্রের খবর,পাওয়ার গ্রিড তৈরির প্রকল্পের উপর প্রশ্ন করবে তৃণমূলের নেতা কর্মীরা।দলের পক্ষ থেকে সকল স্থানীয় নেতাদের এই সভায় উপস্থিত থাকবার নির্দেশ দেওয়া হয়েছে। আপনার মতামত জানান -