ভারতী ঘোষের উপর হামলার অভিযোগ নিয়ে সংঘর্ষ তৃণমূল-বিজেপির,জোর চাপানউতোর রাজ্যে মেদিনীপুর রাজ্য May 11, 2019 সম্প্রতি তাঁর গাড়ি থেকে টাকা পাওয়ার ঘটনাকে ঘিরে উত্তাল হয়ে উঠেছিল বঙ্গ রাজনীতি। যা নিয়ে শাসকদলের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ করতে দেখা গিয়েছিল তাঁকে। আর এবার সেই ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ভারতী ঘোষের উপর হামলার অভিযোগ উঠল শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। সূত্রের খবর, শুক্রবার বৈকুন্ঠপুরে একটি মাঠের মধ্যে বিজেপির গোপন বৈঠক চলছিল। আর রাত নটা নাগাদ এই মাঠের গেট ভেঙে সেখানে বেশ কয়েকজন দুষ্কৃতী ঢুকে পড়ে বলে অভিযোগ। এদিকে এই ঘটনায় ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ভারতী ঘোষের উপরও হামলা চালানো হয়েছে বলে অভিযোগ গেরুয়া শিবিরের। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - দু’পক্ষের এই সংঘর্ষে বেশ কয়েকজন আহত ব্যক্তিকে বর্তমানে দাসপুর হাসপাতালে চিকিৎসার জন্যও পাঠানো হয়েছে। অন্যদিকে এই গোলমালের খবর পেয়ে সেখানে বিশাল পুলিশবাহিনী এসে গোটা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করে বলে খবর। এদিন এই প্রসঙ্গে ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ বলেন, “আমি গোলমালের খবর পেয়ে এখানে আসি। আর তখন আমাকে পাথর ছুড়ে মারা হয়। পুলিশ প্রকৃত অভিযুক্তদের না ধরে বিজেপির নেতা কর্মীদের ধরে নিয়ে গিয়েছে।” অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়, বৃহস্পতিবার ভারতী ঘোষের গাড়ি থেকে অর্থ উদ্ধারের ঘটনায় যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল, তাতেই ভারতী দেবীকে গ্রেপ্তারের দাবিতে মাঠের বাইরে স্থানীয় মানুষ সরব হয়েছিলেন। সব মিলিয়ে এবার হামলার ঘটনা নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম ঘাটাল। আপনার মতামত জানান -