এখন পড়ছেন
হোম > জাতীয় > “ভয় পাবেন না, সচেতন থাকুন, বিশেষজ্ঞদের কথা মেনে চলুন।” জাতির উদ্দেশ্যে বার্তা প্রধানমন্ত্রীর

“ভয় পাবেন না, সচেতন থাকুন, বিশেষজ্ঞদের কথা মেনে চলুন।” জাতির উদ্দেশ্যে বার্তা প্রধানমন্ত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশে প্রতিনিয়ত বাড়ছে করোনার সংক্রমণ। তীব্র সংক্রমনের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে চলছে মৃত্যুর মিছিল। আতঙ্কগ্রস্থ সকল দেশবাসী। এই পরিস্থিতিতে আজ মন কি বাত অনুষ্ঠানে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের মানুষকে তিনি জানালেন যে, করোনা নিয়ে ভয় না পেয়ে, সচেতন থাকতে, বিশেষজ্ঞদের কথা মেনে চলতে।

দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী জানালেন, এটা দেশবাসীর কাছে একটা ধৈর্যের পরীক্ষা। করোনা মানুষের কাছে ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। মানুষ কতটা কষ্ট সহ্য করতে পারে? তার পরীক্ষা নিচ্ছে করোনা। প্রধানমন্ত্রী জানালেন, অনেকের প্রিয়জনকে কেড়ে নিয়েছে করোনা। করোনার বিরুদ্ধে লড়াইয়ে জিততেই হবে দেশকে। করোনার সংকট মোকাবিলা করতে কেন্দ্র ও রাজ্যগুলিকে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে। রাজ্যগুলির কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন তিনি। কেন্দ্র ও রাজ্যকে একসঙ্গে কাজ করতে হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রধানমন্ত্রী জানালেন, করোনার প্রথম ঢেউ যখন আছড়ে পড়েছিল, তখন তা দেশবাসী সফলভাবেই সামলে উঠতে পেরেছিলেন। তিনি জানালেন, এবারের পরিস্থিতি সামাল দিতে সমস্ত ক্ষেত্রের মানুষের সঙ্গে কথা বলেছেন তিনি। কৃষক, প্রতিষেধক উৎপাদনকারী সংস্থা, অক্সিজেন উৎপাদনকারী সংস্থার আধিকারিকদের সঙ্গে তিনি কথা বলেছেন। দেশবাসীর উদ্দেশে তিনি জানালেন, রাজ্যগুলিকে ইতিমধ্যেই বিনামূল্যে প্রতিষেধক পাঠানো হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে। করোনার ভ্যাকসিন নিয়ে কোনরকম গুজবে কান না দেয়ার পরামর্শ দিলেন তিনি।

প্রধানমন্ত্রী জানান, স্বাস্থ্যকর্মী, চিকিৎসক ও নার্সরা করোনার বিরুদ্ধে অসীম সাহসের সঙ্গে লড়াই করছেন। গত এক বছরেরও অধিক সময় ধরে অতিমারীর সঙ্গে নানা অভিজ্ঞতা রয়েছে তাঁদের। প্রযুক্তিকে কাজে লাগিয়ে যেভাবে তাঁরা রোগীদের সাহায্য করছেন, তা প্রশংসনীয় । করোনার জন্য এখন অনলাইনেও তাঁরা পরামর্শ দিচ্ছেন। চিকিৎসকদের মতো অ্যাম্বুলেন্স চালকরাও সাহসিকতার সঙ্গে নিজেদের কাজ করছেন।

প্রধানমন্ত্রী জানালেন, শুধুমাত্র নির্ভরযোগ্য উৎস থেকেই করোনা সম্পর্কিত তথ্য জানতে। সমস্ত রাজ্যকে বিনামূল্যে ভ্যাকসিন প্রদান করা হবে কেন্দ্রের পক্ষ থেকে। ৪৫ বছরের বেশি বয়স্ক ব্যক্তিদের সকলেই এই সুবিধা পাবেন। যাদের বয়স ১৮ বছরের বেশি, তারা আগামী ১ লা মে থেকে করোনার ভ্যাকসিন নিতে পারবেন বলে, জানালেন প্রধানমন্ত্রী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!