এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > বিধানসভার আগে নতুন করে রণক্ষেত্র ব্যারাকপুর! অর্জুন ঘনিষ্ঠ নেতাকে গুলি করে খুন

বিধানসভার আগে নতুন করে রণক্ষেত্র ব্যারাকপুর! অর্জুন ঘনিষ্ঠ নেতাকে গুলি করে খুন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত লোকসভা নির্বাচনের আগে এবং পরবর্তী সময় কালে বারবার উত্তপ্ত হতে দেখা গেছে ব্যারাকপুরের ভাটপাড়া, টিটাগর সহ বিভিন্ন এলাকা। রাজনৈতিক সংঘর্ষে বোমাবাজির ঘটনা এখানে নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু এবার বিধানসভা নির্বাচনের আগে আবার বোমা এবং গুলি লড়াইয়ে উত্তপ্ত হল ব্যারাকপুর শিল্পাঞ্চল। যার ফলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। গত লোকসভা নির্বাচনের আগে অর্জুন সিংহ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পর থেকেই এলাকায় উত্তপ্ত হতে শুরু করে।

প্রায়শই বিভিন্ন জায়গায় তৃণমূল-বিজেপি লড়াইয়ে এলাকার শান্তি বিঘ্নিত হয়। তবে লোকসভা নির্বাচনের পর বেশ কিছু দিন এখানে অশান্তি বিরাজ করলেও, ধীরে ধীরে শান্ত হয়। কিন্তু এবার আবার নতুন করে ব্যারাকপুর শিল্পাঞ্চল উত্তপ্ত হওয়ায় আতঙ্ক তৈরি হল। সূত্রের খবর, রবিবার রাতে টিটাগড়ে বিজেপি পার্টি অফিসের সামনে গুলিবিদ্ধ হলেন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া মনীশ শুক্ল। বর্তমানে তাকে আশঙ্কাজনক অবস্থায় বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কিন্তু কেন আবার এরকম ঘটনা ঘটল? কেন আবার উত্তপ্ত হতে দেখা গেল ব্যারাকপুরকে? জানা গেছে, টিটাগর থেকে ইছাপুর পর্যন্ত এই মনীশ শুক্লের ব্যাপক দাপট ছিল। বাম আমলের শেষের দিকের ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজের ছাত্র সংসদ ভোটকে কেন্দ্র করে রণক্ষেত্রের সৃষ্টি হয়েছিল। সেই সময় থেকেই এলাকায় পরিচিত হয়ে ওঠেন। এতদিন তাকে তৃণমূলের প্রাক্তন বিধায়ক অর্জুন সিংয়ের অনুগামী হিসেবে চিনত সকলে। অর্জুনবাবু গত লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই ব্যারাকপুর শিল্পাঞ্চল উত্তপ্ত হতে দেখা যায়। আর এবার সেই মনীশ শুক্ল গেরুয়া শিবিরে যোগদান করার সাথে সাথেই যেভাবে তাকে গুলিবিদ্ধ করার অভিযোগ উঠল, তাতে বিজেপি এবং তৃণমূলের রাজনৈতিক তরজা ক্রমশ বৃদ্ধি পেতে শুরু করেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিমধ্যে এই ব্যাপারে বিজেপি তরফে তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছে। গেরুয়া শিবিরের দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই মনীশ শুক্লকে গুলি করেছে। অন্যদিকে এই ব্যাপারে তৃণমূলের পক্ষ থেকে বিজেপির তোলা অভিযোগ অস্বীকার করা হয়েছে। ঘাসফুল শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে, সবটাই বিজেপির অন্তর্কোন্দল। এর সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই। আর তৃণমূল-বিজেপি এই রাজনৈতিক তরজার মাঝে বিশেষজ্ঞরা নতুন করে ব্যারাকপুর শিল্পাঞ্চল উত্তপ্ত হতে দেখে ব্যাপক আশঙ্কা করতে শুরু করেছেন।

বিধানসভা নির্বাচনের আগে যেভাবে তৃণমূল ছেড়ে দেওয়া বিজেপি নেতা গুলিবিদ্ধ হলেন, তাতে ভবিষ্যতে পুলিশ প্রশাসন যদি শক্ত হাতে পরিস্থিতি সামাল না দেয়, তবে এরকম আরও অনেক ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সব মিলিয়ে ব্যারাকপুরে আবার গুলি চালানোর ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের পক্ষ থেকে কী পদক্ষেপ গ্রহণ করা হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!