এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিধায়ক পদে ইস্তফা দিলেও ইস্তফাপত্র খারিজ শুভেন্দুর, কি জানালেন অধ্যক্ষ! জেনে নিন

বিধায়ক পদে ইস্তফা দিলেও ইস্তফাপত্র খারিজ শুভেন্দুর, কি জানালেন অধ্যক্ষ! জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দলের সঙ্গে দূরত্ব বাড়তে না বাড়তেই গত বুধবার দুপুরে হঠাৎ করেই বিধানসভায় উপস্থিত হন নন্দীগ্রামের তৃণমূল বিধায়ক শুভেন্দু অধিকারী। যেখানে অধ্যক্ষ উপস্থিত না থাকায় সচিবের কাছে নিজের বিধায়ক পদে ইস্তফা দেওয়ার জন্য একটি চিঠি জমা দিয়ে আসেন তিনি। স্বাভাবিকভাবেই শুভেন্দু অধিকারী বিধায়ক পদে ইস্তফা দিতে না দিতেই শোরগোল পড়ে যায় গোটা রাজ্য রাজনীতিতে।

আর তারপরেই অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন যে, শুভেন্দুবাবু যে ইস্তফা পত্র জমা দিয়েছেন, তাতে যথেষ্ট ত্রুটি রয়েছে। এমনকি নানা মহলের তরফে খবর পাওয়া যায় যে, সেখানে নির্দিষ্ট তারিখ দেওয়া হয়নি। যার ফলে সেই ইস্তফাপত্র আদৌ গ্রহণ করা হবে কি না, তা নিয়ে তৈরি হয় সংশয়। অবশেষে এই ব্যাপারে মুখ খুললেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

যেখানে শুভেন্দু অধিকারীর ইস্তফা পত্র গ্রহণ করা হচ্ছে না বলে জানিয়ে দিলেন তিনি। পাশাপাশি আগামী 21 ডিসেম্বর বেলা দুটোয় শুভেন্দু অধিকারীকে বিধানসভায় ডাকা হয়েছে বলেও জানিয়ে দিয়েছেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ। স্বাভাবিক ভাবেই এই ঘটনায় এখন ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে গোটা বাংলা জুড়ে।প্রসঙ্গত উল্লেখ্য, নিয়ম অনুযায়ী যদি কোনো জনপ্রতিনিধি দলবদল করেন, তাহলে তাকে সেই পদে ইস্তফা দিতে হয়।

এক্ষেত্রে নিয়ম অনুসরণ করেই শুভেন্দু অধিকারী বুধবার বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে চেয়ে চিঠি জমা দিয়েছেন। তারপর বৃহস্পতিবার তিনি তৃনমূল কংগ্রেসের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার কথা জানিয়ে দিয়েছেন। বর্তমানে তিনি বিজেপিতে যোগ দিতে পারেন বলে জল্পনা চলছে। আর এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারীর ইস্তফাপত্রে যথেষ্ট ত্রুটি রয়েছে বলে জানিয়ে দিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বাভাবিকভাবেই বিধায়ক পদে শুভেন্দু অধিকারী ইস্তফা দিতে চাইলেও, তার ইস্তফাপত্র যে এখনও পর্যন্ত গ্রহণ হল না, তা অধ্যক্ষের কথা থেকেই স্পষ্ট বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর বিমান বন্দ্যোপাধ্যায় যখন একথা বলছেন, তখন শুভেন্দু অধিকারী গোটা বিষয়টি পরিষ্কার করতে আদৌ অধ্যক্ষের ডাকে বিধানসভায় উপস্থিত হবেন কিনা, তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে প্রশ্ন।

বিশেষজ্ঞরা বলছেন, যত দিন যাচ্ছে, ততই শুভেন্দু অধিকারীকে নিয়ে ঘোরালো পরিস্থিতির সৃষ্টি হচ্ছে বঙ্গ রাজনীতিতে। অতীতে যখনই দলবদল হয়েছিল, তখনই তৃণমূলের পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছিল, যারা যাচ্ছেন, তারা তৃণমূলের টিকিটে জিতেছেন। ফলে জনপ্রতিনিধি পদে ইস্তফা দিয়ে তারা যেন অন্য দলে নাম লেখান। এক্ষেত্রে শুভেন্দু অধিকারীর দিকে যাতে তৃণমূল কংগ্রেস কোনো প্রশ্ন তুলতে না পারে, তার জন্য আগেভাগেই মন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পর সাম্প্রতিককালে বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে দেখা গিয়েছিল তাকে।

বিশেষ সূত্র মারফত খবর, আগামী শনিবার বিজেপিতে যোগদান করতে পারেন শুভেন্দু অধিকারী। কিন্তু বিধায়ক পদে নিজের ইস্তফা পত্র জমা দিলেও, সেখানে যথেষ্ট ত্রুটি রয়েছে বলে জানা গেল। যার ফলে অধ্যক্ষের তরফে সেই শুভেন্দু অধিকারীকে আগামী সোমবার বিধানসভায় ডেকে পাঠানো হল। এখন এই ব্যাপারে কি সিদ্ধান্ত নেন শুভেন্দু অধিকারী, গোটা ব্যাপারটি পরিষ্কার করতে তিনি কি পদক্ষেপ গ্রহণ করেন, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!