এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “ভাদু উৎসব করুক, দুর্গা পুজো করুক, জাম্বুবান পুজো করুক কিন্তু বিজেপি পুজো চলবে না” – পুরুলিয়া থেকে নিদান মুখ্যমন্ত্রীর

“ভাদু উৎসব করুক, দুর্গা পুজো করুক, জাম্বুবান পুজো করুক কিন্তু বিজেপি পুজো চলবে না” – পুরুলিয়া থেকে নিদান মুখ্যমন্ত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ পুরুলিয়ায় একাধারে তিনটি জনসভা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের। পারার জনসভার পর বক্তব্য রাখছেন তিনি কাশীপুরের জনসভায়। এরপর বক্তব্য রাখবেন রঘুনাথপুরের জনসভাতে। পারার মতো কাশীপুরের জনসভা থেকেও তিনি প্রবল আক্রমণ করলেন বিজেপিকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, ভাদু উৎসব হোক, দুর্গাপূজা হোক, জাম্বুবান পুজো হোক, কিন্তু কোনোভাবেই বিজেপিকে পুজো করা যাবে না।

বিজেপিকে কঠোর ভাষায় আক্রমণ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন যে, বিজেপি রেল তুলে দেবার চেষ্টা করছে, এয়ার ইন্ডিয়া গুটিয়ে দিচ্ছে, বিএসএনএল গুটিয়ে দিচ্ছে, ব্যাংক ইন্সুরেন্স বন্ধ করে দিচ্ছে। তিনি প্রশ্ন করেছেন, কাশীপুরের মানুষ কোথায় যাবেন? সব বন্ধ করে দিলে মানুষের চলবে কী করে? বিজেপিকে হুঁশিয়ারি দিলেন যে, কখনোই রেলের বেসরকারিকরণ হতে দেবেন না তিনি। এর বিরুদ্ধে আন্দোলন করবেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি জানান, বিজেপি কোল ইন্ডিয়াকে তুলে দিতে চাইছে, তাঁর প্রশ্ন, মানুষ খাবে কি? তিনি কটাক্ষ করেছেন, বিজেপির মাথা চিবিয়ে তো পেট ভরবে না মানুষের। কাশীপুরের জনসভা থেকে মুখ্যমন্ত্রী জানালেন যে, পুরুলিয়ার সভার জনসমাগম দেখে তাঁর ব্রিগেডের কথা মনে পড়ে যাচ্ছে। জনগণের উদ্দেশে তিনি জানান, কে প্রার্থী হয়েছে? কে হয়নি, তা ভুলে যেতে। সংসার তিনিই তৈরি করেছেন।

এরপরই জনগণের উদ্দেশ্যে তিনি জানালেন যে, বিজেপি তাঁর পা ভেঙে দিয়েছে, কিন্তু বিজেপি জানেনা যে, তিনি ভাঙলেও মচকান না। তাঁকে আটকে রাখতে পারবেন না। মা বোনেদের দুটোপা নিয়েই চলবেন তিনি। এরপর বিজেপি সম্পর্কে সাধারণ মানুষকে একাধিক সাবধান বাণী দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন, বিজেপির হাতের খাবার না খেতে। তাঁর আশঙ্কা বিজেপি বিরিয়ানিতে ওষুধ মিশিয়ে দিতে পারে। তাই বাড়ি থেকেই রুটি তরকারি করে আনতে। কিন্তু বিজেপির হাতের খাবার না খেতে।

মুখ্যমন্ত্রী জানালেন,” বিজেপি থেকে সাবধান। স্টেনগান থেকে সাবধান। দানব থেকে সাবধান। দৈত্য থেকে সাবধান। দুর্যোধন থেকে সাবধান। দুঃশাসন থেকে সাবধান।” বিজেপিকে কটাক্ষ করে তিনি জানালেন, বিজেপি নেতা পানবাহার খাচ্ছেন, মুখ দিয়ে লালা ঝরছে, মাথায় তীলক কেটে ঘুরছেন। নির্বাচন কমিশনকে তিনি বর্ডার সিল করে দেওয়ার অনুরোধ জানাবেন। এখান থেকেই গুন্ডারা পশ্চিমবঙ্গে আসে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!