এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বাবুলকে হাফপ্যান্ট-হাফমন্ত্রী খোঁচা, ট্রোল সোশ্যাল মিডিয়াতেও, জেনে নিন পুরো ঘটনা

বাবুলকে হাফপ্যান্ট-হাফমন্ত্রী খোঁচা, ট্রোল সোশ্যাল মিডিয়াতেও, জেনে নিন পুরো ঘটনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  2014 সালে বাংলা থেকে লোকসভা নির্বাচনে বিজেপি দুটো আসন পেয়েছিল। যার মধ্যে অন্যতম আসানসোল। এখানকার বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়কে তখন কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরবর্তীতে 2019 সালেও 18 টি সাংসদ বাংলা থেকে যাওয়ার পরেও, সেই বাবুল সুপ্রিয়র ওপর ভরসা রেখে তাকে আবার মন্ত্রিসভায় জায়গা দেওয়া হয়েছে। তবে বরাবরই পূর্ণমন্ত্রী নয়, প্রতিমন্ত্রী হিসেবে জায়গা পেয়েছেন তিনি।

যার ফলে তৃণমূলের পক্ষ থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করা হয়েছিল। বাংলা এত সাংসদ দেওয়ার পরেও, কেন বাবুল সুপ্রিয়কে মন্ত্রী করা হল, তা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছিল তৃণমূল কংগ্রেস। এমনকি আসানসোল তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে মাঝেমধ্যেই বাবুল সুপ্রিয়কে কটাক্ষ করে “হাফপ্যান্ট মন্ত্রী” বলেও আক্রমণ করা হতো। বাংলার প্রতি বিমাতৃসুলভ আচরণেরও অভিযোগ তুলছে তৃণমূল কংগ্রেস। কিন্তু এবার সেই বাবুল সুপ্রিয়র হাফপ্যান্ট পরিহিত একটি ছবি নিয়েই যত গন্ডগোল তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি আসানসোল রেল স্টেশনের কাছে পূর্ব রেল কর্তৃপক্ষের একটি সাবওয়ের উদ্বোধন হয়। যেখানে এলাকার সাংসদ হিসেবে সেই প্রকল্প উদ্বোধন করার জন্য আমন্ত্রণ জানানো হয় কেন্দ্রীয় সরকারের প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়কে। কিন্তু আশ্চর্যজনক ভাবে সেই প্রকল্পের উদ্বোধন করতে আসলেও, সাংসদ তথা মন্ত্রী বাবুল সুপ্রিয়র পোশাক নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যেখানে দেখা যায়, হাফপ্যান্ট পড়ে বাইক চালিয়ে বাড়ি থেকে ডুরান্ড রেল কলোনির কাছে সেই প্রকল্পের উদ্বোধন করে করতে আসেন এই বিজেপি সাংসদ।

স্বাভাবিক ভাবেই একজন সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে এই রকম পোশাক করে তিনি কেন প্রকল্পের উদ্বোধন করতে এলেন, এখন তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি বাবুল সুপ্রিয়র সেই ছবি ভাইরাল করে “হাফপ্যান্ট হাফমন্ত্রী” বলে কটাক্ষ করতে শুরু করেছে ঘাসফুল শিবির।

শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় রেল মন্ত্রী থাকাকালীন এই প্রকল্পের অনুমোদন হলেও, কেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী মলয় ঘটককে সেখানে আমন্ত্রণ জানানো হল না, তা নিয়েও নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্বাভাবিক ভাবেই রেল প্রকল্পের উদ্বোধনে কেন্দ্রীয় মন্ত্রীর পোশাক নিয়ে তৃণমূলের কটাক্ষ এবং সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড, এখন কার্যত চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

এদিন এই প্রসঙ্গে রানীগঞ্জের তৃণমূল বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় এই সাবওয়ে তৈরি করার সমস্ত রকম ব্যবস্থা করেছিলেন। তার তৎপরতায় সাবওয়ে নির্মাণের পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল। অথচ বাবুল সুপ্রিয় আজ হাফপ্যান্ট পড়ে বালখিল্যপনা করে বেড়াচ্ছেন।” সত্যিই তো তাই! একজন সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী কেন প্রকল্পের উদ্বোধন করতে এরকম পোশাক পরে আসবেন? এটা কি এলাকাবাসীকে অপমান করা নয়?

এদিন এই প্রসঙ্গে তৃণমূল বিধায়কের প্রশ্নের পাল্টা জবাব দিয়েছেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। তিনি বলেন, “তাপসবাবুকে আমি আসানসোলে তৃণমূলের অন্যদের তুলনায় একজন ভদ্রলোক বলেই জানি। তাই ওনার মন্তব্যের জবাব দিতে চাই না। এটুকুই বলব, রাজ্য সরকারকে বাদ দিয়ে উনি ব্যক্তিগত উদ্যোগে আসানসোলের জন্য কি কি কাজ করেছেন, তার সঙ্গে আমার কাজের তুলনা করলেই স্পষ্ট হবে, আসানসোলের মানুষের সঙ্গে বালখিল্যপনা কে করছেন!”

অর্থাৎ রেলের সাবওয়ে উদ্বোধনে রীতিমত তরজা চরমে তৃণমূল বনাম বিজেপির মধ্যে। তবে সব থেকে বেশি চর্চা শুরু হয়েছে বাবুল সুপ্রিয়র এই প্রকল্প উদ্বোধন করতে আসার সময় পরিহিত পোশাককে কেন্দ্র করে। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!