এখন পড়ছেন
হোম > রাজ্য > পুরুলিয়া-ঝাড়গ্রাম-বাঁকুড়া > BIG BREAKING – ‘লক ডাউনে’র মধ্যেই বিজেপি ছেড়ে তৃণমূলে, বড়সড় ধাক্কা গেরুয়া শিবিরের

BIG BREAKING – ‘লক ডাউনে’র মধ্যেই বিজেপি ছেড়ে তৃণমূলে, বড়সড় ধাক্কা গেরুয়া শিবিরের


দেশে চলছে তৃতীয়দফায় লোকডাউন কিন্তু এর মধ্যেও থিম নেই রাজ্য রাজনীতি। এদিন বিজেপিকে বড়সড় ধাক্কা দিয়ে বাঁকুড়া জেলার তালডাংরার শালতোড়া এলাকার ১১ জন বিজেপি কর্মী তৃণমূলে যোগ দিলেন। যার ফলে বড়সড় ধাক্কা লাগলো গেরুয়া শিবিরের বলেই দাবি তৃণমূলের।

জানা যাচ্ছে, জেলা তৃণমূল নেতা এবং স্থানীয় পুরপ্রধান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এর নেতৃত্বে এদিনতৃণমূলে যোগ দেন ওই ১১ জন বিজেপি কর্মী। বাঁকুড়া আস্তে আস্তে বিজেপির শক্ত খাঁটি হয়ে উঠেছিল আর এইভাবে সেখানে তৃণমূলের হানা চিন্তা বাড়লো বিজেপি শিবিরের বলে মত রাজনৈতিকমহলের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, ২০১৯ এর লোকসভা ভোটের আগে ওখানকার তৃণমূল বিধায়ক সৌমিত্র খাঁ দল বদল করে বিজেপিতে যোগদান করেন। তাঁর দল বেঁধে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেয় নেতা কর্মীরা , বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রটি হাত ছাড়া হয় শাসকদলের তৃণমূলের হাত থেকে। এই কেন্দ্রে দ্বিতীয়বারের জন্য জয়ী হন বিজেপি প্রার্থী সাংসদ সৌমিত্র খাঁ। ফের পুরানো দলে ফিরে কর্মীরা জানান যে, বিজেপির উপর আর আস্থা নেই, নেত্রীর উপর ভরসা রেখে ফের তৃণমূলে যোগ দিয়েছেন তারা।

অন্যদিকে পুর প্রধান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বলেন, স্থানীয়স্তরে মনোমানিল্যের কারণে ওই সব কর্মীরা দল ছেড়েছিলেন। সমস্যা মিটিয়ে নেওয়া হয়েছে। ১১ জন কর্মী নতুন করে যারা যোগ দিলেন তারা ‘স্বতঃস্ফূর্তভাবে’ দলের কাজ করবেন বলে তিনি জানান। এদিকে এই নিয়ে এখনো পর্যন্ত মুখ খোলেননি বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ . তবে স্থানীয় বিজেপি নেতাদের দেখিয়ে তৃণমূলে যোগ দেওয়া করিয়েছে তৃণমূল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!