এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > Big Breaking মদনকে ছেড়ে দিল, চরম অপদার্থ সিবিআই! মুখ পোড়াতে গেলেন কেন, কটাক্ষ বিরোধীদের!

Big Breaking মদনকে ছেড়ে দিল, চরম অপদার্থ সিবিআই! মুখ পোড়াতে গেলেন কেন, কটাক্ষ বিরোধীদের!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-নিয়োগ দুর্নীতির বিষয়ে বারবার আদালতে প্রশ্নের মুখে পড়ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিরোধী থেকে শুরু করে সাধারণ মানুষদের মনেও সিবিআই, ইডির ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠছে। কিন্তু তারপরেও তাদের লজ্জা নেই। একের পর এক তদন্তে হাত দিচ্ছে, কড়া পদক্ষেপ নেওয়ার কথা বলছে। কিন্তু দিনের শেষে দেখা যাচ্ছে, শুধুমাত্র হেভিওয়েটদের বাড়িতে গিয়ে তল্লাশি করেই থেমে যাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি সদস্যরা। এদিনও সেই একই ঘটনা ঘটলো তৃণমূল বিধায়ক মদন মিত্রের ক্ষেত্রে। যার ফলে সিবিআই আধিকারিকদের ভূমিকা নিয়ে সোচ্চার হচ্ছে বিরোধীরাও।

প্রসঙ্গত, এদিন সাত সকালে কার্যত ঢাল, তলোয়ার নিয়ে ময়দানে নামতে দেখা যায় সিবিআই আধিকারিকদের। তাদের ভাবখানা এমন, যেন তারা আজকেই যাদের বাড়িতে যাচ্ছে, তাদেরকে একেবারে কলার ধরে গ্রেপ্তার করে নিয়ে আসবে। ফলে সাধারণ মানুষের মধ্যেও একটা আশা তৈরি হয়েছিল যে, এবার সিবিআই কিছু একটা করবে। দেখা যায়, রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে প্রথমে যায় সিবিআই আধিকারিকরা, কার্যত গোটা বাড়ি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে রাখা হয়। তারপরেই খবর পাওয়া যায় যে, কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের বাড়িতেও পৌঁছে গিয়েছে সিবিআই‌। ফলে একটা ধারণা সকলেই আঁচ করেছিলেন যে, এবার কিছু একটা হবে। কিন্তু দিনের শেষে দেখা গেল, প্রায় পাঁচ ঘন্টা মদন মিত্রের বাড়িতে থাকার পর সেখান থেকে বেরিয়ে এলেন সিবিআই আধিকারিকরা। যা দেখে অনেকে বলছেন, এটা আসলে অশ্বডিম্ব ছাড়া আর কিছুই নয়।

বিরোধীদের দাবি, এই কেন্দ্রীয় এজেন্সি চরম অপদার্থ। মানুষ তাদের এই একের পর এক বাড়িতে রেট করা দেখে আশাবাদী হয়েছিলেন। কিন্তু এবার স্পষ্ট হয়ে গেল যে, তারা কাজের কাজ কিছুই করতে পারবে না। আদালতের যতই বকুনি তারা খাক না কেন, দিনের শেষে তারা নিজেদের প্রমাণ করবে, তারা চরম অপদার্থ। এত কেন্দ্রীয় বাহিনী দিয়ে কোনো হেভিওয়েটের বাড়িতে তাহলে যাওয়ার কি দরকার? যখন তাদের বিরুদ্ধে কোনো প্রমাণই তাদের কাছে নেই, তখন ফালতু লোক দেখানো এই তল্লাশি করে কি আদৌ কোনো লাভ রয়েছে? মানুষ তো দিনের শেষে চান কঠোর পদক্ষেপ। সেই পদক্ষেপ না করতে পেরে মুখ পোড়াতে যাওয়ার মত কাজ সিবিআই আধিকারিকদের না করাই ভালো বলেই দাবি বিরোধীদের।‌

পর্যবেক্ষকদের মতে, মানুষ অনেক ভরসা করেছিলেন এই কেন্দ্রীয় এজেন্সির ওপর। কিন্তু সেই ভরসা এখন তলানিতে পৌঁছে গিয়েছে। মন্ত্রী, বিধায়কদের বাড়িতে তল্লাশি করে সিবিআই ইডি দেখাতে চাইছে, তারা অনেক বড় কেন্দ্রীয় এজেন্সি। কিন্তু মানুষ তাদের চালাকিটা ধরে ফেলেছে। শুধুমাত্র এই তল্লাশিই চলবে। কিন্তু কোনো হেভিওয়েট, কোনো রাঘববোয়ালের হাতে হাতকড়া পড়ানোর মতো মুরোদ নেই সেই কেন্দ্রীয় এজেন্সির। মদন মিত্রের বাড়িতে পাঁচ ঘন্টা তল্লাশি চালানোর পর যেভাবে সিবিআই আধিকারিকরা বেরিয়ে গেলেন, তাতে ভরসা হারাচ্ছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধীরাও। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!