এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > Big Breaking,মুকুল রায়কে নিয়ে বড়সড় রায়দান হাইকোর্টের, ব্যাপক শোরগোল রাজনীতি মহলে

Big Breaking,মুকুল রায়কে নিয়ে বড়সড় রায়দান হাইকোর্টের, ব্যাপক শোরগোল রাজনীতি মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দলত্যাগী মুকুল রায়কে পাবলিক একাউন্ট কমিটির চেয়ারম্যান করা হলে আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য বিজেপি। আজ এই মামলায় রায় ঘোষণা করেছে আদালত। আদালতের পক্ষ থেকে বিধানসভার স্পিকারকে নির্দেশ দেওয়া হয়েছে যে, পাবলিক একাউন্টস কমিটির চেয়ারম্যানের পদ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে তাঁকে। এরপর এ বিষয়ে আদালত তার পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।

গত বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে বিজেপির প্রতীকে জয়ী হয়েছিলেন মুকুল রায়। তবে বিধানসভা নির্বাচনের ফলাফলের পরই তৃণমূলের ফিরে যান তিনি। এরপর তাঁকে পাবলিক একাউন্টস কমিটির চেয়ারম্যান করা হয়। আর এরপরেই আদালতের দ্বারস্থ হয় বিজেপি। বিজেপি বিধায়ক অম্বিকা রায় আদালতে মামলা করেন। অভিযোগ করা হয়, পাবলিক একাউন্টস কমিটির চেয়ারম্যান পদে বিধানসভার কার্যবিধির ৩০২ নম্বর ধারা লংঘন করে বসানো হয়েছে মুকুল রায়কে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপর আজ এই মামলার রায়দান করেছে আদালত। হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে যে, পাবলিক একাউন্টস কমিটির চেয়ারম্যান সংক্রান্ত বিষয়ে আগামী ৭ ই অক্টোবরের মধ্যে বিধানসভার স্পিকারকে সিদ্ধান্ত নিতে হবে। এরপর এ বিষয়ে আদালত তার পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। অর্থাৎ, এ বিষয়ে এবার নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে আদালত। আদালতের এই রায় যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আবার, দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ করে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের আবেদন জানিয়ে গতকাল হাইকোর্টে মামলা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে, আদালতের কাছে বিচার চেয়েছেন তিনি। দলত্যাগ বিরোধী আইন কার্যকর করার আবেদন করেছেন তিনি। ভারতের সমস্ত বিধানসভায় যা হয়ে থাকে। কিন্তু গত ১০ বছরে ৫০ জনকে দলবদল করানো হলেও, রাজ্যে এই আইন কার্যকর করা হয়নি। তবে আদালতের ওপর তাঁরা আস্থাশীল।বস্তুত, মুকুল রায়ের পাবলিক একাউন্ট কমিটির চেয়ারম্যানের পদ নিয়ে আজ যে রায়দান করেছে আদালত, তা নিমেষের মধ্যেই ঝড় তুলে দিয়েছে রাজ্যের রাজনৈতিক মহলে। এবার এ বিষয়ে বিধানসভার স্পিকার কি পদক্ষেপ গ্রহণ করেন? সেটাই দেখার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!