এখন পড়ছেন
হোম > রাজ্য > “মমতা ব্যানার্জি মাওবাদীদের নেত্রী ” দাবি বিজেপি নেতার

“মমতা ব্যানার্জি মাওবাদীদের নেত্রী ” দাবি বিজেপি নেতার


মনোনয়ন জমা দেওয়া নিয়ে রাজ্য অশান্ত ছিল আর আদালতের নির্দেশ মতো গতকালকের মনোনয়ন জমা দেবার সময় সন্ত্রাস দেখা গেছে রাজ্য জুড়ে। মারা গেছেন এক ব্যাক্তি। রা এই সব নিয়ে ঝাড়গ্রামের বিজেপি জেলা সভাপতি সুখময় সৎপতি দাবি করলেন রাজ্যে মনোনয়ন ঘিরে যে সন্ত্রাস চলছে তা তা মাওবাদী আমলকেও হার মানায়।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

অভিযোগ তোলেন যে মনোনয়ন জমার সময় পুলিশ লালগড় ও গিধনিতে পুলিশ নির্লজ্জ ভূমিকা পালন করেছে। এরপরেই তিনি দাবি করেন যে জেলায় মাওবাদী কার্যকলাপ বন্ধ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।কিন্তু কোন জাদু মন্ত্রে ? তিনি কটাক্ষ করে বলেন ,”তৃণমূল সরকার যেদিন ক্ষমতায় এল তার তিনদিনের মধ্যে মাওবাদী কার্যকলাপ বন্ধ হল। মমতা ব্যানার্জি বা তাঁর সরকার কোনও জাদু জানে বলে আমার জানা নেই। যে সেই জাদু বলে মাওবাদী চলে যেতে পারে। তাহলেও তো আমার মনে হয়, মমতা ব্যানার্জিকে মাওবাদীদের নেত্রী বলতে হয়, না হলে তিনি এমন জাদু জানেন যার ফলে মাওবাদীরা চলে যেতে পারে।” পাশাপাশি তিনি দাবি করেন যে এই সরকার মাওবাদী পরিচালিত সরকার। আর সেজন্যই এই সরকারের অস্ত্রের কোনো অভাব নেই। আমরা মানুষকে সঙ্গে নিয়ে দেখিয়ে দেব যে অস্ত্রের বিরুদ্ধে লড়াই করা যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!