এখন পড়ছেন
হোম > জাতীয় > পঞ্চায়েত নিয়ে আদালতে ধাক্কা খেয়ে তৃণমূলকে আটকাতে পরবর্তী কি পদক্ষেপ বিজেপির?

পঞ্চায়েত নিয়ে আদালতে ধাক্কা খেয়ে তৃণমূলকে আটকাতে পরবর্তী কি পদক্ষেপ বিজেপির?


গতকাল আদালতের নির্দেশে মনোনয়নের জন্য একদিন অতিরিক্ত সময় পায় বিরোধীরা, কিন্তু সেখানেও শাসকদলের লাগামহীন সন্ত্রাসের ফলে মনোনয়ন জমা দেওয়া যায় নি অভিযোগে আজ আবার কলকাতা হাইকোর্টে যায় বিজেপি সহ অন্যান্য বিরোধীরা। কিন্তু বিচারপতি সুব্রত তালুকদার সব পক্ষের বক্তব্য শুনে রায় দেন, নির্বাচনী প্রক্রিয়ায় আর হস্তক্ষেপ করবে না আদালত, উল্টে নির্বাচন কমিশনকে নির্বাচনী প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে নির্দেশ দেন। আদালতের রায়ে স্বভাবতই ব্যাকফুটে বিজেপি, খুশির হওয়া ঘাসফল শিবিরে। তাহলে কি পঞ্চায়েত যুদ্ধে ভোটের আগেই হেরে গেল বিজেপি?

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

সূত্রের খবর, এত সহজে হার মানছে না বিজেপি। শাসকদল তৃণমূল কংগ্রেসের এই ‘লাগামহীন সন্ত্রাসের’ ছবি জাতীয়স্তরে প্রকাশ্যে আনতে চলেছে তারা। আর তাই সর্বভারতীয় সভাপতি অমিত শাহের পরামর্শে আগামীকালই মনোনয়ন পেশে ব্যর্থ প্রার্থীদের নিয়ে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি ভবনে দরবার করবেন মুকুল রায়। বিজেপির বক্তব্য, বাঙালি মনোনয়ন পর্বে শাসকের সন্ত্রাসে আহত হয়েছেন নেতা-নেত্রী-কর্মী-সমর্থকরা, এমনকি ভোট-রাজনীতির বলি হয়েছেন অনেক কর্মী। আর তাই এসবের পূর্ণাঙ্গ খতিয়ান আর মনোনয়নে ব্যর্থ দলীয় প্রার্থীদের নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দরবারে যেতে চলেছেন মুকুল রায়। এমনকি পশ্চিমবঙ্গের সন্ত্রস্ত ছবি তুলে ধরতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের দরবারেও যাবার চেষ্টা করবেন তিনি বলেই জানা যাচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!