এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > Big Breaking: পাহাড়ে শুরু এবার দলত্যাগের হিড়িক, চিন্তায় বিমল গুরুং

Big Breaking: পাহাড়ে শুরু এবার দলত্যাগের হিড়িক, চিন্তায় বিমল গুরুং


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পাহাড়ের রাজনীতিতে অন্যতম নাম হল বিমল গুরুং। বেশ কিছু বছর আগে বিমল গুরুংকে পাহাড়ছাড়া করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর গেরুয়া শিবিরের সঙ্গে হাত মেলান বিমল। দীর্ঘদিন বিজেপির ছত্রছায়ায় বিমল গুরুং থাকলেও গত বছরই বিমল গুরুং সমতলে নেমে আসেন এবং তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়ের হাত ধরেন। আর তারপর থেকেই পাহাড় থেকে বিজেপিকে সরানোর প্রস্তুতি শুরু করে দেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জ্জী।

কিন্তু তাতেও বোধহয় শেষ রক্ষা হলোনা। কারণ এবার বিধানসভা নির্বাচনের আগেই বিমল গুরুংয়ের শিবিরে বড়োসড়ো ধ্বস নামতে চলেছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের অনেকেই। প্রসঙ্গত বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবিরকে রুখতে তৃণমূল শিবির সমতল থেকে পাহাড়- সর্বত্র মরিয়া। পাহাড়ে বিমল গুরুংকে তিনটি আসন ইতিমধ্যেই ছেড়ে দিয়েছেন তৃণমূল নেত্রী। প্রার্থী তালিকা প্রকাশের দিন তৃণমূল সুপ্রীমো সেকথা স্পষ্ট জানিয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু এই তিনটি আসনেই প্রার্থী দিতে গিয়ে রীতিমত হিমশিম খাচ্ছেন বিমল গুরুং বলে মনে করছেন পর্যবেক্ষকরা। ইতিমধ্যেই গোর্খা জনমুক্তি মোর্চা দলের প্রধান নির্বাচনী সমন্বয়কারী শুভা প্রধান বিমল গুরুং শিবির থেকে পদত্যাগ করেছেন বলে জানা যাচ্ছে। অন্যদিকে কালিম্পং থেকে বিমল গুরুংয়ের দলের আরও 11 জন নেতা পদত্যাগ করবেন বলে জানা গিয়েছে। পাশাপাশি এদিন বিমল গুরুং শিবির থেকে পদত্যাগ করে সুভা প্রধান গেরুয়া শিবিরে যোগদানের ইঙ্গিত স্পষ্ট করেছেন।

যা একুশের বিধানসভা নির্বাচনের আগে বিমল গুরুং কে বড়সড় চিন্তায় ফেলল বলে মনে করা হচ্ছে। অন্যদিকে একই ভাবে এই ঘটনা তৃণমূল শিবিরের কপালেও চিন্তার ভাঁজ ফেলেছে বলে দাবি রাজনৈতিক মহলের অনেকেরই। প্রসঙ্গত বিশেষজ্ঞদের মতে, পাহাড়ে গেরুয়া শিবিরে যোগদানের ঢল যেভাবে প্রবল হচ্ছে, তাতে তৃণমূল নেত্রীর পাহাড় দখলের স্বপ্ন ধাক্কা খাবে বলে মনে করা হচ্ছে। এই অবস্থায় বিমল গুরুং কতটা পরিস্থিতি সামাল দিতে পারেন এখন সে দিকেই নজর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!