এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বড়সড় পরিবর্তন বিজেপির যুব সংগঠনে – চার হেভিওয়েট নেতার হাতেই কার্যত সংগঠনের দায়িত্ব

বড়সড় পরিবর্তন বিজেপির যুব সংগঠনে – চার হেভিওয়েট নেতার হাতেই কার্যত সংগঠনের দায়িত্ব


আমরা আজ দুপুরেই এক প্রতিবেদনে জানিয়েছিলাম যে বাংলার মসনদ দখলে গেরুয়া শিবির বিশেষ গুরুত্ব দিচ্ছে যুব সংগঠনে। আর তাই কাকতালীয়ভাবে হলেও রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন টিএমসিপির ‘প্রতিষ্ঠা দিবসের’ দিনেই যুব সংগঠন নিয়ে বৈঠক ডেকেছিল গেরুয়া শিবির। আর সেই বৈঠকের শেষেই একাধিক চমক সামনে নিয়ে এল বিজেপি।

কোনো পদ দেয় না হলেও, যুব সংগঠনের রাজ্য কমিটিতে নিয়ে আসা হল চার হেভিওয়েট নেতাকে। বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ, বীজপুরের বিধায়ক তথা মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায়, ভাটপাড়ার বিধায়ক তথা অর্জুন সিংয়ের পুত্র পবন সিংয়ের পাশাপাশি চমক জাগিয়ে চতুর্থ নাম শঙ্কুদেব পণ্ডা। শঙ্কুদেব পণ্ডা কোনও জনপ্রতিনিধি না হয়েও যেভাবে রাজ্য কমিটিতে জায়গা করে নিলেন – তাতে সংশ্লিষ্ট মহল ধরেই নিচ্ছেন আগামীদিনে তাকে নিয়ে বড় ভাবনা রয়েছে গেরুয়া শিবিরের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এর পাশাপাশিই, গেরুয়া শিবির কার্যত স্পষ্ট করে দিয়েছে, আগামী দিনে তাদের যুব সংগঠনের রাশ কার্যত থাকতে চলেছে এই চারমূর্তির হাতেই। আর তাই দায়িত্ব পেয়েই কার্যত কর্মসূচির রূপরেখাও চূড়ান্ত। এই প্রসঙ্গে শঙ্কুদেব পণ্ডা নিজের সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় জানিয়েছেন, আগামী ১১ ই সেপ্টেম্বর প্রথম বড়সড় কর্মসূচি নেওয়া হবে। সেদিন সিইএসসির সামনে গিয়ে ধর্নায় বসা হবে। গড়ে প্রতিটি পরিবার থেকে ৪০ হাজার টাকা করে বেশি বিল নিচ্ছে সিইএসসি, সারা ভারতে কোথাও বিদ্যুতের এই দাম নয় – বিদ্যুতের দামের জন্য সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে।

তবে এখানেই শেষ নয়, গেরুয়া শিবির সূত্রে জানা যাচ্ছে, আগামী দিনে তীব্র জনসংযোগ কর্মসূচি নেওয়া হবে ছাত্র ও যুব সংগঠনে। আগামী ১ মাস ধরে বিভিন্ন কলেজে ও শিক্ষাপ্রতিষ্ঠানে সদস্য সংগ্ৰহ অভিযান চালানো হবে এবং গেরুয়া শিবিরের লক্ষ্য – ১০ লক্ষ সদস্য সংগ্ৰহ করা। এছাড়াও দুর্গাপূজাতে বিশেষ কর্মসূচি নিতে চলেছে গেরুয়া শিবিরের যুব সংগঠন, ৩৭০ ধারার বিলোপ নিয়েও দিকে দিকে বিভিন্ন কর্মসূচি নিয়ে মানুষের সচেতনতা গড়ে তোলা হবে বলে জানা গেছে। সবমিলিয়ে তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসেই নিজেদের যুব সংগঠনের নতুন রূপরেখা ঠিক করে রাজ্য-রাজনীতি আরও জমিয়ে দিল গেরুয়া শিবির।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!