এখন পড়ছেন
হোম > জাতীয় > আনলক ১ পর্ব শুরু হতেই দেশজুড়ে রেল টিকিট বুকিংয়ে বড়সড় পরিবর্তন আনল ভারতীয় রেল – জেনে নিন

আনলক ১ পর্ব শুরু হতেই দেশজুড়ে রেল টিকিট বুকিংয়ে বড়সড় পরিবর্তন আনল ভারতীয় রেল – জেনে নিন


করোনাভাইরাস-এর জেরে ওটা দেশে লকডাউন-এর কারণে আন্তরাজ্য রেল পরিষেবা বেশ কিছুদিন বন্ধ ছিল। কিন্তু ভিন রাজ্যে বহু পরিযায়ী শ্রমিক আটকে থাকার কারণে কেন্দ্রের তরফে তাদের নিজেদের রাজ্যে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়। সেক্ষেত্রে ভারতীয় রেল কিছু শ্রমিক স্পেশাল ট্রেনের ব্যবস্থা করে। জানা যাচ্ছে সেক্ষেত্রে অ্যাডভান্স টিকিট বুকিং এর জন্য ৩০ দিন আগে থেকে টিকিট বুক করার সুবিধা ছিল।

এখন চতুর্থ দফার লকডাউন শেষ হবার পর ভারতীয় রেলের ক্ষেত্রে নতুন কিছু নিয়ম চালু করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। দেশে চতুর্থ দফার লকডাউন শেষ হচ্ছে ৩১শে মে আর এরপরই স্পেশাল ট্রেন হিসেবে চালু করা হবে প্রায় ২৩০ টি ট্রেন। নতুন করে ট্রেনের সংখ্যা বাড়ানোর সাথে সাথে ভারতীয় রেল টিকিট বুকিং-এর ক্ষেত্রে নতুন কিছু নিয়ম চালু করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর লকডাউন এর মধ্যে একমাস আগে থেকে ট্রেনের টিকিট বুক করার সুবিধা ছিল এতদিন কিন্তু এবার রবিবার সকাল আটটা থেকে চার মাস আগে টিকিট বুক করা যাবে বলে ভারতীয় রেলের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গেছে এর সাথে শুরু করা হবে তৎকাল কোটার অন্তর্গত বুকিংও। ভারতীয় রেল এই স্পেশাল ট্রেন গুলির জন্য নতুন নিয়ম এনেছে তা রবিবার থেকে লাগু করা হবে।

আগামী পয়লা জুন থেকে স্পেশাল ট্রেন গুলি চলতে শুরু করবে বলে জানা গেছে। কমন সার্ভিস সেন্টার, পোস্ট অফিস, যাত্রী সুবিধা কেন্দ্র, আইআরসিটিসি এজেন্টদের মাধ্যম ছাড়াও অনলাইনে গোটা দেশে প্রায় দু’লক্ষের‌ও বেশি টিকিট বুক করা যাবে বলে ঘোষণা করেছে ভারতীয় রেল। সে ক্ষেত্রে আগাম টিকিট বুকিং এর ক্ষেত্রে সময়সীমা ৩০ দিন থেকে বেড়ে একশো কুড়ি দিন করা হয়েছে ভারতীয় রেলের তরফে।

জানা গেছে ট্রেনে ওঠার আগে যাত্রীদের আধ ঘণ্টা আগে স্টেশনে পৌঁছতে হবে। ট্রেনে ওঠার আগে যাত্রীদের স্ক্রিনিং টেস্ট করা হবে। এমনকি, সেক্ষেত্রে তৎকাল কোটার অন্তর্গত বুকিংয়ের ক্ষেত্রেও যাত্রীদের জন্য একই নিয়ম লাগু করা হবে বলে জানা গেছে। আসলে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, করোনা পরবর্তী সময়ে জীবনের অনেক কিছু নিয়ম-কানুনই বদলে যাবে। আর তাই, দেশে আনলক-১ পর্ব শুরু হতেই, সেই মতের সঙ্গে তাল মিলিয়ে ভারতীয় রেলেও এল পরিবর্তন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!