আপাতত বড় স্বস্তিতে ঋতব্রত বন্দোপাধ্যায় জাতীয় বিশেষ খবর রাজ্য November 25, 2017 সিপিএমের বহিষ্কৃত সাংসদ ঋতব্রত বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে গত ১২ই অক্টোবর সংসদের এথিক্স কমিটির কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছিলেন বালুরঘাটের পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার নম্রতা দত্ত। তারই ভিত্তিতে জবাবী চিঠিতে রাজ্যসভার যুগ্ম সচিব এম.কে. খান জানিয়েছেন, নম্রতা দত্তর অভিযোগের ভিত্তিতে গত ১৩ই নভেম্বর এথিক্স কমিটি বৈঠকে বসেছিল। কিন্তু বিষয়টি আদালতের বিচারাধীন হওয়ায় ঋতব্রত বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে এখনই কোনও পদক্ষেপ গ্রহণ করতে পারবে না এথিক্স কমিটি। ফলে রাজনৈতিক মহলে যে গুঞ্জন ছিল যে এবার রাজ্যসভা থেকেও তাঁর সাংসদ পদ হারাতে চলেছেন বিতর্কিত সাংসদ, সেখান থেকে বড় স্বস্তি পেলেন তিনি। আপনার মতামত জানান -