এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > লাখ লাখ টাকা নিয়ে প্রার্থী বদল, বিস্ফোরক অভিযোগ বিজেপির অন্দরেই!

লাখ লাখ টাকা নিয়ে প্রার্থী বদল, বিস্ফোরক অভিযোগ বিজেপির অন্দরেই!


আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে লাখ লাখ টাকা নিয়ে প্রার্থী বদলের বিস্ফোরক অভিযোগ সামনে এল বিজেপির অন্দরেই। আর তা নিয়ে তুলকালাম কান্ড হল মালদার বিজেপির জেলা সদর দপ্তরে, এমনকি বিক্ষোভকারীদের হাতে হেনস্থার শিকার হলেন দলের জেলাস্তরের নেতারাও বলে স্থানীয় সূত্রের খবর। সূত্র মারফত জানা যাচ্ছে, মালদার কালিয়াচক ২ ব্লকের গঙ্গাপ্রসাদ গ্রাম পঞ্চায়েতে স্থানীয় বুথ কমিটি যে প্রার্থী বেছে নিয়েছিল, তার জায়গায় অন্য প্রার্থী দাঁড় করায় জেলা নেতৃত্ত্ব। আর এরপরেই বুথ কমিটির সভাপতি বিস্ফোরক ভাবে অভিযোগ আনেন পুরো ঘটনার পিছনে লাখ লাখ টাকার লেনদেন রয়েছে। এই নিয়ে ওই এলাকার পর্যবেক্ষক শ্যামচাঁদ ঘোষকে ঘিরে ধরে তীব্র বিক্ষোভ দেখান স্থানীয় নেতারা, শুরু হয়ে যায় ধাক্কাধাক্কি। অবস্থা এতটাই বেগতিক ছিল যে, সেই সময় সেখানে জেলা সভাপতি সুব্রত কুণ্ডু উপস্থিত থাকলেও তিনি বাইরে বেরোননি।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এরপরেই, পরিস্থিতি সামাল দিতে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসেন শ্যামচাঁদবাবু। তিনি জানিয়েছেন সমস্ত দিক পর্যালোচনা করে দেখা হবে কেন, এইভাবে প্রার্থীবদল হল। যদিও বিক্ষোভকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন বুথ কমিটির মনোনীত প্রার্থীকেই প্রার্থীপদ দিতে হবে, নাহলে নাকি পরিনাম ভালো হবে না। স্বভাবতই সমগ্র ঘটনায় যথেষ্টই অস্বস্তিতে বিজেপি নেতৃত্ত্ব। বিতর্ক এড়াতে সমগ্র ঘটনাকে দলের অভ্যন্তরীণ বিষয় বলে আড়াল করতে চাইছেন তাঁরা, এমনকি আলোচনার মাধ্যমে সব ‘ভুল বোঝাবুঝি’ মিটিয়ে নেওয়া হবে বলেও জানানো হয়েছে। তবে সমগ্র ঘটনায় বিজেপির অন্তর্দ্বন্দ্বই আবার সামনে চলে এল বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!