এখন পড়ছেন
হোম > জাতীয় > বিহারের ভোট নিয়ে বড়সড় ক্ষোভ উগরে দিলেন আসাদউদ্দিন ওয়েইসি, জেনে নিন বিস্তারিত!

বিহারের ভোট নিয়ে বড়সড় ক্ষোভ উগরে দিলেন আসাদউদ্দিন ওয়েইসি, জেনে নিন বিস্তারিত!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শেষ হলো বিহারের নির্বাচনী লড়াই। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ পর্যন্ত বিহারের শাসন ক্ষমতা দখল করল এনডিএ জোট। এবারের নির্বাচনে বিহারের মোট ২৪৩ টি আসনের মধ্যে ২০টি আসনে লড়াই করেছিল আসাদউদ্দিন ওয়েইসির দল এআইএমআইএম। তবে প্রথমবার নির্বাচনে লড়াই করেই কুড়িটি আসনের মধ্যে পাঁচটি আসন পেলো এআইএমআইএম। অন্যদিকে মোট ভোটের ১.৫ শতাংশ ভোট পেয়েছ এআইএমআইএম। এই ঘটনায় উচ্ছসিত হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি।

তবে হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি এআইএমআইএম দলকে বিরোধী শিবির ‘ভোট কাটোয়া’ বলে কটাক্ষ করেছিল। কংগ্রেস অভিযোগ করেছে যে, বিহারের নির্বাচনে বিজেপির বি টিম হিসেবে কাজ করেছে এই দল। নির্বাচনের ফলাফলের পর বিভিন্ন দলের বিরুদ্ধে অভিযোগ করলেন আসাদউদ্দিন ওয়েইসি। তাঁর দলের এই সাফল্যে তিনি ভিকটিম কার্ড খেললেন।

প্রসঙ্গত বিহারের সীমাঞ্চল এলাকায় ২৪ টি সংখ্যালঘু অধ্যুষিত বিধানসভা আসন রয়েছে। এই বিধানসভা আসন গুলিতে মুসলিম জনসংখ্যা হলো ৪০ থেকে ৭০%। এই বিধানসভা গুলি সাধারণত কংগ্রেস ও জেডিইউ প্রতিবার দখল নিয়ে থাকে। কিন্তু এবারে, এই ২৪ টির এর মধ্যে ১৫ টি আসন এনডিএর হাতে চলে গেছে। অনেকে মনে করছেন, এর পেছনে দায়ী হল এআইএমআইএম দলের ভোট কাটাকাটি। যার ফলে বিশেষ সুবিধা করতে পেরেছে এনডিএ। তবে এ প্রসঙ্গে আসাদউদ্দিন ওয়েইসি জানিয়েছেন যে, বিহারে তিনি ভোট কাটোয়া হয়ে থাকতে আসেননি। বিজেপিকে হারানো ছিল তাঁর দলের লক্ষ্য।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আসাদউদ্দিন ওয়েইসি অভিযোগ করেছেন যে, জোট বদ্ধ হয়ে নির্বাচনে লড়াই করবার চেষ্টা করেছিলেন তিনি। এজন্য সমস্ত বড় বড় দলের সঙ্গে যোগাযোগও করেছিলেন তিনি। কিন্তু বড় দলগুলি তাঁর দলকে জোটে নিতে রাজি হয়নি। গতকাল বিহারের ফল প্রকাশের পর আসাদউদ্দিন ওয়েইসি জানালেন, ” রাজনীতিতে ভুল থেকেই শিক্ষা নিতে হয়। আমাদের বিহারের রাজ্য সভাপতি সব বড় রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে ব্যক্তিগত স্তরে যোগাযোগ করেছিলেন। কিন্তু সবাই আমাদের সঙ্গে অস্পৃশ্যের মতো আচরণ করেছে। বহু মুসলিম নেতার সঙ্গেও আমরা কথা বলেছিলাম। কিন্তু কোনও সমীকরণই তৈরি হয়নি। আমি বলতে পারব না কেন।”

এ প্রসঙ্গে আসাদউদ্দিন ওয়েইসি আরো জানান যে, গতকালের দিনটি তাঁর দলের জন্য একটা বিশেষ জরুরী দিন ছিল। বিহারের মানুষ তাঁদের আশীর্বাদ করেছেন। এজন্য বিহারবাসিকে তিনি যে কি বলে ধন্যবাদ দেবেন, তা তিনি বুঝতে পারছেন না। এদিকে বিহারের রাজনীতিতে আরও এক ভোট কাটোয়া বলে পরিচিত চিরাগ পাসওয়ান। তবে, তাঁর দল এলজেপি এবারের মত ধুয়ে মুছে সাফ হয়ে গেল। ১৩৪ টি আসনে প্রার্থী দিয়ে সাড়ে ৫ শতাংশ ভোট পেয়েও একটিমাত্র আসনে জয়লাভ করেছে তাঁর দল। তাও কোন সন্মানীয় ভাবে নয়, সামান্য ব্যবধানে জয়লাভ করেছে তাঁর দল সেখানে। গতকাল ভোটের ফলাফলের পর তিনি জানালেন, বিহারের এই জয় প্রধানমন্ত্রীর জয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওপর আস্থা রেখেছেন বিহার বাসি। ভোটের ফল দেখিয়ে দিয়েছে প্রধানমন্ত্রীর আবেগ এখনো পুরোমাত্রায় বিহারে আছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!