এখন পড়ছেন
হোম > জাতীয় > প্রধানমন্ত্রীর প্রতি সুসম্পর্কের বার্তা দিয়েও আবার বিজেপির প্রতি বিস্ফোরক অভিযোগ শিবসেনার

প্রধানমন্ত্রীর প্রতি সুসম্পর্কের বার্তা দিয়েও আবার বিজেপির প্রতি বিস্ফোরক অভিযোগ শিবসেনার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিজেপির দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী ছিল শিবসেনা। তবে ২০১৯ সালে মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের পর থেকে বিজেপির সঙ্গ ত্যাগ করেছে শিবসেনা, পরিবর্তে কংগ্রেস ও জাতীয়তাবাদী কংগ্রেসের সঙ্গে জোট করে সরকার গঠন করেছে। মুখ্যমন্ত্রী হয়েছেন উদ্ভব ঠাকরে। সম্প্রতি উদ্ভব ঠাকরের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক চলে। এরপর প্রধানমন্ত্রীর প্রশংসা করতে দেখা গিয়েছিল শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতকে। এবার আবার বিজেপির প্রতি বড়োসড়ো তোপ দাগলেন সঞ্জয় রাউত। বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি।

এক বৈঠকে শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত অভিযোগ করেছেন, ২০১৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত শিবসেনাকে একেবারে ক্রীতদাস বানিয়ে রেখেছিল বিজেপি। তিনি অভিযোগ করেছেন, আগের সরকারে ক্রীতদাস’ বানিয়ে রাখা হয়েছিল শিবসেনাকে । তাকে গৌণ ভূমিকাতে রাখা হয়েছিল। শিবসেনার সমর্থনে বিজেপি ক্ষমতা লাভ করেছিল। কিন্তু ক্ষমতা ব্যবহার করে শিবসেনাকেই শেষ করে দিতে চেয়েছিল বিজেপি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অথচ কিছুদিন আগেই শিবসেনার পক্ষ থেকে জানানো হয়েছিল যে, বিজেপির সঙ্গে শিবসেনার দূরত্ব বেড়েছে ঠিকই, কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পর্ক ঠিক আছে। এরপরে প্রধানমন্ত্রীর প্রশংসা করেছিলেন দলের মুখপাত্র সঞ্জয় রাউত। অনেকে মনে করেছিলেন, মহারাষ্ট্রে আবার নতুন করে বিজেপির সঙ্গে জোট করতে চাইছে শিবসেনা। তবে, এরপর আবার বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন সঞ্জয় রাউত।

শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত জানালেন, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদের দাবি সর্বদা করবে দল। তিনি জানালেন, এতে কিছু না পেলেও গর্ব করে বলা যাবে যে, নেতৃত্ব শিবসেনা দলের হাতেই রয়েছে। এ কারণেই মহাবিকাশ অঘাদি সরকার গঠন করা হয়েছিল। আবার সম্প্রতি এনসিপি প্রধান শরদ পাওয়ারের সঙ্গে ভোট কুশলী পিকের বৈঠক চলে। শিবসেনার বিজেপির সঙ্গে জোটের জল্পনা শুরু হবার পরই পিকের সঙ্গে তাঁর এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

তবে, এনসিপি নেতা নবাব মালিক জানিয়েছেন যে, রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে নিজের রাজনৈতিক অভিজ্ঞতা জানিয়েছেন প্রশান্ত কিশোর। তাঁকে এনসিপি’র ভোট কৌশলী হিসেবে নিয়োগ করা হচ্ছে না। তবে, মহারাষ্ট্রে রাজনৈতিক পালাবদলের জল্পনা শুরু হতেই শরদ পাওয়ারের সঙ্গে প্রশান্ত কিশোরের বৈঠক জল্পনার মাত্রা বহুগুণে বাড়িয়ে দিয়েছে। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে সুসম্পর্কের বার্তা দিয়েও বিজেপির বিরুদ্ধে তোপদেগে জল্পনার যথেষ্ট তালভঙ্গ করে দিয়েছে শিবসেনা।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!