এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দুর্নীতির প্রতিবাদ করায় পিটিয়ে খুন, অভিযুক্ত তৃণমূল নেতা গ্রেপ্তার না হওয়ায় উঠছে প্রশ্ন!

দুর্নীতির প্রতিবাদ করায় পিটিয়ে খুন, অভিযুক্ত তৃণমূল নেতা গ্রেপ্তার না হওয়ায় উঠছে প্রশ্ন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –   ভোটের ফলাফল প্রকাশ হওয়ার পর থেকেই বাংলায় হিংসার ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেতে শুরু করেছে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, বেছে বেছে দুর্নীতি এবং অপশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করলেই তাদের মারধর করছে শাসক দলের নেতাকর্মীরা। আর এই পরিস্থিতিতে দুর্নীতির প্রতিবাদ করার কারণে শনিবার সকালে পুড়শুড়া সাঁওতাল গ্রামের শ্রমিক শেখ হাসিবুলকে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ। যে ঘটনায় মুল অভিযোগের আঙুল ওঠে তৃণমূল নেতা শেখ সাদ্দাম হোসেনের বিরুদ্ধে।

কিন্তু এখনও পর্যন্ত তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে এক্ষেত্রে অভিযোগ ওঠা আরও তিন ব্যক্তিকে পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু মূল অভিযুক্তকে কেন গ্রেফতার করা হল না, এখন তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে এলাকাবাসীরা। অনেকের দাবি, মূল অভিযুক্ত তৃণমূলের নেতা বলে পরিচিত। তাই তাকে বাঁচানোর চেষ্টা করছে প্রশাসন। যাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল তৈরি হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি তৃণমূল নেতা তথা শ্রীরামপুর পঞ্চায়েতের উপপ্রধানের নেতৃত্বে 100 দিনের কাজের টাকা নয়ছয় হচ্ছে বলে অভিযোগ করেন কয়েকজন শ্রমিক। আর এরপরে প্রতিবাদী শেখ হাসিবুল মাঠে গরু নিয়ে কাজে যাওয়ার সময় তাকে বেধড়ক মারধর করা হয়। পরবর্তীতে তাকে হাসপাতালে ভর্তি করলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আর এরপরই দোষীদের গ্রেফতারের প্রতিবাদে দাবি জানাতে শুরু করে এলাকাবাসীরা। এভাবে একজন প্রতিবাদীকে মেরে ফেলা হল কেন, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন সকলে।

এমনকি দ্রুত যাতে সুবিচার পাওয়া যায়, তার জন্য দাবি জানাতে শুরু করেন তারা। তবে শেষ পর্যন্ত এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হলেও, মূল অভিযুক্ত তৃণমূল নেতা বলে পরিচিত সেখ সাদ্দাম হোসেনকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। আর এই বিষয়টি নিয়েই প্রশ্ন ক্রমশ মাথাচাড়া দিতে শুরু করেছে। যার জেরে যথেষ্ট অস্বস্তিতে পড়ে গিয়েছে শাসক দল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কেন পুলিশ এখনও অভিযুক্তকে গ্রেফতার করল না? এদিন এই প্রসঙ্গে ব্লক তৃণমূল সভাপতি কিঙ্কর মাইতি বলেন, “স্থানীয় স্তরে উপপ্রধানকে দল থেকে বহিষ্কারের দাবি উঠেছে। বিষয়টা জেলা নেতৃত্বকে জানিয়েছি।” এদিকে এই ব্যাপারে জেলা তৃণমূল সভাপতি দিলীপ যাদব বলেন, “অত্যন্ত অন্যায় কাজ হয়েছে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত করে ব্যবস্থা নিচ্ছে। দলীয় ব্যবস্থা নেওয়ার যে পদ্ধতি আছে, সেই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।” যদিও বা তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যে বলে দাবি করেছেন অভিযুক্ত তৃণমূলের উপপ্রধান সেখ সাদ্দাম হোসেন।

এদিন তিনি বলেন, “মারধরের ঘটনায় আমাকে মিথ্যা জড়ানো হয়েছে।” বিশ্লেষকরা বলছেন, বারবার রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করার কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তারপরেও বিভিন্ন জায়গায় তার দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে নানা অভিযোগ উঠতে শুরু করেছে। অনেক ক্ষেত্রে তৃণমূলের নেতা-কর্মীদের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর পুলিশ প্রশাসন তাদের গ্রেপ্তার করছে না বলে আরও ভয়াবহ অভিযোগ উঠেছে।

যার ফলে রাজ্যের পুলিশ প্রশাসন রং দেখে ব্যবস্থা নিচ্ছে বলেও দাবি বিরোধীদের। আর এই পরিস্থিতিতে প্রতিবাদ করতে গেলে এক নিরীহ শ্রমিককে পিটিয়ে খুনের অভিযোগ ওঠার পরে রীতিমত চাপে পড়ে সাফাই দিতে হল তৃণমূল নেতৃত্বকে। কিন্তু এখনও পর্যন্ত সেই অভিযুক্ত তৃণমূল নেতার গ্রেপ্তারি সম্ভব হয়নি। যার ফলে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!