এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিকল্প রাজনীতির পোস্টার পড়লো শহরে! ধ্বংসের মুখে তৃণমূল, বড় দাবি বিজেপির!

বিকল্প রাজনীতির পোস্টার পড়লো শহরে! ধ্বংসের মুখে তৃণমূল, বড় দাবি বিজেপির!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-প্রায় সকলের কাছেই একটা জিনিস পরিষ্কার হয়ে গিয়েছে যে, এই রাজ্যের পিসি এবং ভাইপোর মধ্যে কি পরিমান সংঘাত তৈরি হয়েছে! সংঘাত এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে, দলের নীতি নির্ধারকের জায়গায় থেকেও ভাইপো নিজের সংসদীয় এলাকার বাইরে আর কোনো কিছুতেই থাকতে চাইছেন না। অর্থাৎ নেত্রী তথা পিসির একাধিক সিদ্ধান্ত যে তার পছন্দ হচ্ছে না এবং সেই নিয়েই যে সংঘাত চরমে পৌঁছেছে, তা ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গিয়েছে। আর এই পরিস্থিতিতে যে তৃণমূল এবং তাদের পুলিশের জন্য বিরোধীরা সামান্য মিটিং মিছিল পোস্টার লাগাতে পারে না, সেই একেবারে শহরের প্রাণকেন্দ্রে একাধিক জায়গায় পড়ল বিকল্প রাজনীতির পোস্টার। যে পোস্টার রীতিমত জল্পনা তৈরি করেছে বাংলার রাজনৈতিক মহলে। যদি বিজেপি, কংগ্রেস বা বামফ্রন্টের পক্ষ থেকে এই পোস্টটার দেওয়া হত, তাহলে নিশ্চয়ই নিচে তাদের নাম বা প্রচারকের নাম থাকত। কিন্তু সেরকম কিছু না দিয়ে শুধুমাত্র “বাংলায় বিকল্প রাজনীতির প্রয়োজন” বলে একটি পোস্টার যেভাবে বিভিন্ন জায়গায় লাগিয়ে দেওয়া হয়েছে, তাতে মনে করা হচ্ছে যে, এটা তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের ফসল। অন্তত বিরোধীদের পক্ষ থেকে তেমনটাই বলা হচ্ছে।

সূত্রের খবর, বছর শেষের আগে আজ শহর কলকাতার একাধিক জায়গায় বিভিন্ন পোস্টার পড়তে দেখা গিয়েছে। যে পোস্টারে লেখা রয়েছে, বাংলায় বিকল্প রাজনীতি। তবে সেই পোস্টারের নিচে প্রচারকের নাম নেই। আর এটা নিয়েই তৈরি হয়েছে গুঞ্জন। অনেকে বলছেন, বাংলার যুবরাজকে নিয়ে যে পরিমাণ সমস্যা তৃণমূলের মধ্যে চলছে, তাতে এই পোস্টার কি সেখান থেকেই কারও অনুগামীরা দিয়ে দিলেন? তাহলে কি নতুন কোনো সমীকরণ তৈরি হচ্ছে বাংলার রাজনীতিতে? তবে আর যাই হোক, এটা যে বিরোধীদের পক্ষ থেকে দেওয়া পোস্টার নয়, সেই নিয়ে নিশ্চিত বিশেষজ্ঞদের একাংশ। কারণ বিরোধীরা যদি এই পোস্টার দিত, তাহলে তাদের অন্তত এই সাহসটুকু আছে, তারা সেখানে প্রচারকের নাম লিখে দিত। কিন্তু যখন প্রচারকের নাম সেই পোস্টারে নেই এবং সেখানে বিকল্প রাজনীতির কথা বলা হচ্ছে, তখন সর্ষের মধ্যে ভূত রয়েছে বলেই মনে করছেন একাংশ।

ইতিমধ্যেই গোটা বিষয়ে কটাক্ষ করতে শুরু করেছে এই রাজ্যের বিরোধী দল বিজেপি। তাদের দাবি, পিসি ভাইপোর দ্বন্দ্ব ভয়াবহ আকার নিয়েছে। তাই ভেতর থেকেই কেউ বা কারা এই ধরনের পোস্টার দিয়ে গোটা বিষয়টিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এসব করে কোনো লাভ হবে না। বাংলার মানুষ তৃণমূলের বিরুদ্ধে রয়েছে। পিসি ভাইপোর দ্বন্দ্বেই শেষ হয়ে যাবে তৃণমূল কংগ্রেস। ধ্বংসের মুখে দাঁড়িয়ে রয়েছে এই আঞ্চলিক দল। পশ্চিমবঙ্গকে রক্ষা করতে হলে এদের অবিলম্বে বিদায় দেওয়া প্রয়োজন বলেই দাবি গেরুয়া শিবিরের।

পর্যবেক্ষকদের মতে, তৃণমূলের ভেতরকার সমস্যা যেভাবে বাইরে চলে আসছে, তাতে নেতারা জেরবার হয়ে রয়েছেন। ভাইপোকে ম্যানেজ করতে গিয়ে অতিষ্ঠ অনেকই। আবার পিসির অনুগামীরা ভাবছেন, পিসি রাশ ধরাতে তারা হালে পানি পাবেন। আর এসব নিয়েই রীতিমত ঘোল খাচ্ছে এই রাজ্যের শাসকদল। ফলে সেই সময় দাঁড়িয়ে বাংলায় বিকল্প রাজনীতির পোস্টার অনেক কিছু বলে দিচ্ছে। শুধু বিরোধীদের তরফে নয়, ঘরের ভেতর থেকেও কি তাহলে মূল চালিকা শক্তির বিরুদ্ধে বিকল্প রাজনীতির আওয়াজ উঠছে! তাহলে কি এই পোস্টার মাইলেজ পাইয়ে দিল বিরোধী শিবিরকে? দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!