এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > পিসির সঙ্গে চরম যুদ্ধ ভাইপোর? শেষমেষ একঘরে হয়ে থাকার সিদ্ধান্ত! খেলা দেখে হাসছে বিজেপি!

পিসির সঙ্গে চরম যুদ্ধ ভাইপোর? শেষমেষ একঘরে হয়ে থাকার সিদ্ধান্ত! খেলা দেখে হাসছে বিজেপি!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-একসময় ভাইপোকে সামনে আনতে পিসির সে কি চেষ্টা! যেন ভাইপো ছাড়া তার কিছুই চলবে না। যেন তার তৈরি করা রাজ্যপাট তুলে দিতে হবে ভাইপোর ওপরে। কিন্তু এখন সেই ভাইপো এমন দাপট দেখাতে শুরু করেছেন, যার কারণে পিসি রাশ ধরতে শুরু করেছেন গোটা দলের। দল এবং সরকারের মধ্যে ভারসাম্য যাতে বজায় থাকে, তার জন্য ভাইপোকে সাইড করে নিজের কর্তৃত্ব স্থাপনের চেষ্টা করছেন পিসিমনি। আর এতেই বেজায় চটেছেন সেই স্বনামধন্য ভাইপো। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে গেছে যে, পিসি ভাইপোর সম্পর্ক এখন কার্যত তলানির মুখে। নিজের সংসদীয় এলাকার বাইরে কোনো রাজনৈতিক এবং সাংগঠনিক কাজে যেতেই চাইছেন না বাংলার যুবরাজ। বিশেষ সূত্র মারফত এই খবর সামনে আসতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। আর তারপরেই রাজ্যের শাসক দল এবং তাদের পিসি-ভাইপোর দ্বন্দ্ব নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে গেরুয়া শিবির।তারা এখন এই যুদ্ধযুদ্ধ খেলা দেখতে বেশ মজেই রয়েছেন।অনেকে তো বলছেন, এভাবেই শেষ হয়ে যাবে তৃণমূল কংগ্রেস।

বিশেষ সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে, নিজের সংসদীয় এলাকা ডায়মন্ড হারবারের বাইরে কোনো কর্মসূচিতেই থাকবেন না বাংলার স্বনামধন্য যুবরাজ। যিনি পিসির আদরের দুলাল বলেই পরিচিত ছিলেন এতদিন। এখন দলের একাধিক নীতি, নিয়ম তার পছন্দ হচ্ছে না। তাই পিসির সঙ্গে তার ব্যাপক দ্বন্দ্ব শুরু হয়েছে বলে খবর। যার কারণে নিজের সংসদীয় এলাকার বাইরে বেরোতেই চাইছেন না সেই যুবরাজ। কিন্তু হঠাৎ কি এমন হলো? যা নিয়ে এত দ্বন্দ্ব তৈরি হল? এতদিন তো দলের মাথা হয়ে গিয়েছিলেন সেই ভাইপো। পিসিও চেষ্টা করছিলেন, কি করে সব ক্ষমতা ভাইপোর হাতে তুলে দেওয়া যায়। কিন্তু এখন হঠাৎ করে সেই পিসি কেন দল এবং সরকারের দিকে এত নজর দিতে শুরু করলেন? আর কেনই বা অভিমানে হোক বা অন্য কারণে সাইড হয়ে যেতে শুরু করলেন সেই ভাইপোমনি? তাহলে কি তার মতামতকে প্রাধান্য দেওয়া হচ্ছে না জন্যেই শেষমেশ অভিমানে ভাইপোর এই সিদ্ধান্ত? নিজেরটা বুঝে নিয়ে বাকিদের বিপাকে ফেলার চেষ্টা করছেন তিনি? কিন্তু এভাবেই যদি চলতে থাকে, তাহলে তো অচিরেই ভেঙে পড়বে এই রাজ্যের শাসক দলের প্রভাব প্রতিপত্তি!

ইতিমধ্যেই গোটা বিষয়ে কটাক্ষ করতে শুরু করেছে বিজেপি। তাদের দাবি, পিসি ভাইপোর মধ্যে যুদ্ধ লেগে গিয়েছে। তৃণমূল দলের ধ্বংস শুধুমাত্র সময়ের অপেক্ষা। ক্ষমতা এবং পরিবার বাদকে প্রতিষ্ঠা করতে গিয়ে নিজের সর্বনাশ ডেকে এনেছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী। এখন তার ফল তাকে ভোগ করতে হচ্ছে। আগামী দিন ধুয়ে মুছে সাফ হয়ে যাবে তৃণমূল কংগ্রেস বলেই দাবি গেরুয়া শিবিরের।পর্যবেক্ষকদের মতে, এই রাজ্যের পিসিমণি ভেবেছিলেন, সবাইকে সাইড করে ভাইপোর কাঁধে দায়িত্ব দিয়ে তিনি নিশ্চিন্ত হবেন। কিন্তু সেই ভাইপো দায়িত্ব নেওয়ার পর পিসির নাম, নিশান কার্যত মুছতে শুরু করেছিল দলের মধ্যে। তাই সেটা বুঝতে পেরেই নিজের অনুগামীদের এখন জায়গা দিতে শুরু করেছেন পিসি। আর সেটাই ভাইপোর সহ্য হচ্ছে না। ফলে পরিবারের মধ্যেই তৈরি হয়ে গিয়েছে দ্বন্দ্ব। আর সেই কারণেই সংঘাত এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে, ভাইপো এখন নিজের সংসদীয় এলাকার বাইরে আর বেরোতে চাইছেন না। আর এটাই তৃণমূলের অনুগামী থেকে শুরু করে নেতা-নেত্রীদের মধ্যে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। এই দ্বন্দ্ব যদি আগামী দিনে আরো বেশি মাথাচাড়া দেয়, তাহলে ভোট বাক্সে তার প্রভাব পড়বে এবং লোকসভা ভোটে এই রাজ্য থেকে তৃণমূলের মুছে যাওয়া সময়ের অপেক্ষা হয়ে দাঁড়াবে। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!