এখন পড়ছেন
হোম > রাজ্য > রাস্তায় বেরোতেও ভয় হয়, ভয় লাগে বিজেপিকে! বিস্ফোরক মন্তব্য অনুব্রত মন্ডলের

রাস্তায় বেরোতেও ভয় হয়, ভয় লাগে বিজেপিকে! বিস্ফোরক মন্তব্য অনুব্রত মন্ডলের


বীরভূমের প্রতাপশালী তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মন্ডল গোটা জেলায় এক অতি পরিচিত নাম। তাঁর প্রতি জেলার মানুষের ভয় এবং ভক্তি দু’ই আছে। তাঁরই নেতৃত্বে বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়লাভ করেছে বীরভূম জেলা পরিষদ। এই অনুব্রত মন্ডলই এদিন বীরভূমে সাংবাদিকের প্রশ্নের উত্তরে সকলকে অবাক করে দিয়ে বললেন, “ভয়ের রাজনীতি করে না তৃণমূল বরং আমারই তো ভয় লাগে বিজেপিকে। রাস্তায় বেরোতেও ভয় হয়। ভয় পাই সিপিএমকেও। মনে পড়ে যায়, ৭৭-৭৮ সালের কথা। তখন সিপিএম যে ভয়ের রাজনীতি করেছে, এখন বিজেপি তেমনই রাজনীতি শুরু করছে। তাই রাস্তায় বেরোলে ভয়ে ভয়ে চলতে হয়।”

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

উল্লেখ্য নির্বাচনের আগেই বীরভূম জেলার ১৯টি পঞ্চায়েত সমিতির মধ্যে ১৬ টিতে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। এবং ১৬৭টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১৪০টি গ্রাম পঞ্চায়েতও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ এবার বীরভূমে ৩টি পঞ্চায়েত সমিতি ও ২৭টি গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোট হবে। এদিন এইসব বিষয়েই প্রশ্ন অনুব্রত বাবু’কে প্রশ্ন করেছিলো সাংবাদিকেরা । জবাবে তিনি সকলকেই শান্তিপূর্ণ ভাবে ভোট দেওয়ার জন্যে আহ্বান জানিয়ে বললেন, “তৃণমূল কংগ্রেস ভয়ের রাজনীতি করে না। কাউকে ভয় দেখায় না। আমরা উন্নয়ন করে ভোট চাই।” বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়লাভের প্রসঙ্গে তিনি স্পষ্ট ভাষায় জানালেন ,”এখানে কাউকেই ভয় দেখিয়ে মনোনয়ন তোলানো হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সরকারের উন্নয়নের জোয়ারে স্বেচ্ছায় তারা লড়াই থেকে সরে দাঁড়িয়েছে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!