এখন পড়ছেন
হোম > জাতীয় > বিজেপি হাওয়া নয়, এবার ঝড় উঠবে – বিরোধীদের তোপ দেগে দাবি গেরুয়া সেনাপতির

বিজেপি হাওয়া নয়, এবার ঝড় উঠবে – বিরোধীদের তোপ দেগে দাবি গেরুয়া সেনাপতির


মাত্র পাঁচ দিনে ১৫ টি জনসভা। কর্ণাটকের আসন্ন বিধানসভা নির্বাচনের দলীয় প্রচারে এটাই হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর সংক্রান্ত তথ্য। দলীয় সূত্রে জানা গিয়েছে মে মাসের ১, ৩, ৫, ৭ ও ৮ তারিখে রাজ্যে মোট ১৫টি জনসভায় অংশ নেবেন তিনি। মঙ্গলবার সকাল ১১টা নাগাদ দক্ষিণ কর্নাটকের চমরাজানগরের সান্থেমমারাহালির একটি সভায় বক্তৃতা দেন তিনি। তারপর তিনি সেখান থেকে চপারে চেপে রওনা দেন উদুপি।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

অবশেষে উত্তর কর্নাটকের বেলগাভি জেলার চিকোড্ডিতে সভা করে রাতে দিল্লী ফিরে যাবেন। প্রধানমন্ত্রী এদিনের দলীয় প্রচারে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পাকে মুখ্য করেই তাঁর বক্তৃতা দিলেন। তিনি বললেন ইয়েদুরাপ্পা কর্ণাটকের মানুষের ভবিষ্যত। বর্তমানে সিদ্দারামাইয়া সরকার রাজ্যের উন্নয়ন এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ। দলের নেতারা মনে করছেন প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার ফলে বিধানসভায় ২২৪টি আসনের মধ্যে বিজেপি ১১৩টি আসন পাবে। অন্যদিকে, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী রাজ্যের একাধিক জায়গায় নির্বাচনের প্রচার সেরে ফেলেছেন। যদিও প্রাক নির্বাচনের একটি সমীক্ষায় দেখা গিয়েছে, জনসাধারণের বিচারে কংগ্রেস এগিয়ে রয়েছে। তবে বিজেপি দলীয় নেতাদের মতে মোদীর ম্যাজিককে রাজ্যে বিজেপি দলের প্রার্থীদের আশানুরূপ মিলবে। আর এবারে মোদী হাওয়া নয় উঠবে ঝড়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!