এখন পড়ছেন
হোম > জাতীয় > বিজেপির মাথায় আকাশ ভেঙে দল ছাড়লেন বিধায়ক

বিজেপির মাথায় আকাশ ভেঙে দল ছাড়লেন বিধায়ক


এ যেন বিনা মেঘে বজ্রপাত! আগামী বছরে লোকসভা নির্বাচন তো রয়েছেই তার আগে চলতি বছরের শেষে রাজস্থান রাজ্যে বিধানসভা নির্বাচন। ঠিক এমন সময়েই গেরুয়া শিবিরকে কার্যতই বিপাকে ফেলে দলত্যাগ করলেন রাজস্থান রাজ্যের বিগত পাঁচ বারের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিজেপি নেতা ঘনশ্যাম তিওয়ারি। রাজস্থান রাজ্যের রাজনীতিতে একটি খ্যাতনামা নাম হলো ঘনশ্যাম তিওয়ারি। গত বিধানসভা নির্বাচনে রাজ্যের মধ্যে সর্বাধিক মার্জিনে জয়লাভের রেকর্ডও রয়েছে এই নেতার।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

প্রসঙ্গতঃ সঙ্গনীর কেন্দ্র থেকে তাঁর নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থীকে তিনি ৬০,০০০ ভোটের ব্যবধানে পরাজিত করেছিলেন। কিন্তু হঠাৎই এই প্রতাপশালী নেতার সিদ্ধান্তে রাজ্যের শাসক দল বিজেপি নিঃসন্দেহেই বেশ চাপের মুখে পড়লো। ঘনশ্যাম তিওয়ারি বিজেপি দলত্যাগ করলেও রাজনীতি থেকে অবসর নিচ্ছেন না বলেই জানা গিয়েছে। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনেও তিনি প্রতিদ্বন্দ্বীতা করবেন তবে বিজেপি মনোনীত প্রার্থী হিসেবে নয় তাঁর অখিলেশ তিওয়ারি প্রতিষ্ঠিত নতুন রাজনৈতিক দল ‘ভারত বাহিনী পার্টি’র মনোনয়নে।

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

বিজেপি দলত্যাগের জন্যে দলেরই নিয়মানুসারে ঘনশ্যাম তিওয়ারি বিজেপি সভাপতি অমিত শাহের কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন। এদিন দলত্যাগের পরেই বিজেপি রাজ্যের বিজেপি নেতৃত্বের ওপরে ব্যাক্তিগত বহিঃপ্রকাশ করে তিনি বললেন, “বসুন্ধরা রাজে-কে না সরালে আগামী কোনও নির্বাচনেই আর বিজেপি জিততে পারবে না।” অন্যদিকে ভারত বাহিনী পার্টি’র প্রতিষ্ঠাতা এবং সভাপতি অখিলেশ তিওয়ারি বললেন, “ঘনশ্যাম তিওয়ারির নেতৃত্বে বিধানসভা নির্বাচনে আমরা রাজ্যের ২০০ আসনেই লড়াই করব।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!