এখন পড়ছেন
হোম > জাতীয় > বিধানসভায় ভোট কিনতে টাকা ছড়াচ্ছে বিজেপি? ভিডিও ‘ফাঁস’ করে বিস্ফোরক অভিযোগের ঝড় বিরোধীদের

বিধানসভায় ভোট কিনতে টাকা ছড়াচ্ছে বিজেপি? ভিডিও ‘ফাঁস’ করে বিস্ফোরক অভিযোগের ঝড় বিরোধীদের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- বিহারের তিন দফা ভোটের মধ্যে দুই দফা ভোট হয়েছে শান্তিপূর্ণভাবেই। তাই আপাতত বাকি রয়েছে কেবল এক দফা ভোট। তবে এরই মধ্যে রাজ্যের রাজনৈতিক পরিবেশ নিয়ে বেশ উষ্ণতাই প্রকাশ করতে দেখা গেছে রাজনৈতিক দলগুলিকে।

বস্তুত গতমাসে যেখানে আরজেডির বিরুদ্ধে অভিযোগ উঠেছিল নির্বাচনে টিকিট কেনার, সেখানে এবার বিজেপির বিরুদ্ধে তারা অভিযোগ আনলেন বিধানসভার ভোট কেনার। তেজস্বী যাদবের দলের তরফে এক্ষেত্রে দাবি করা হয়েছে যে বিজেপি নাকি বিহারে ভোট কেনার জন্য নগদ টাকা দিচ্ছে বিভিন্ন সংগঠনকে। যা নিয়ে নতুন করে উত্তপ্ত হয়েছে রাজ্য রাজনীতি।

বস্তুত বিজেপি নিজের হারের কথা বুঝতে পেরেই এমন কাজ করছে বলেও দাবি করেছেন তিনি। তবে এটিকে নিজেদেরকে কেবলমাত্র একটি সামান্য দাবি বলেই থেমে থাকেননি তারা। সেই কথার স্বপক্ষে প্রমাণ দিতে গিয়ে আরজেডি দলনেতাকে একটি ভিডিও শেয়ার করতেও দেখা গেছে। বস্তুত, আরজেডি দলের নেতা নিজের টুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যেখানে দেখা যাচ্ছে, এক ব্যক্তি বেশ কিছু মানুষের মধ্যে নগদ টাকা ভাগ করে দিচ্ছেন। আর এই ভিডিওটি পোষ্ট করেই আরজেডি এমনটা দাবি করেছে। তাঁর কথায়, এটা বিহার। তাই বিহারবাসীকে কিনতে পারবেন না বিজেপি বলেই দাবি করেছেন তিনি।

তাই বিজেপি হার হবেই এটা স্বীকার করে নিয়ে, তা রুখতে এবার খোলাখুলি টাকা ছড়াতে শুরু করেছে বলেও দাবি করেছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, কয়েক মাস আগে আরজেডির এক নেতা সঞ্জয় সিংহের গাড়ি থেকে ৭৪ লক্ষ টাকা উদ্ধার হয়েছিল বলে জানা যায়। যা নিয়ে পাটনার পরিস্থিতি উত্তপ্ত হয়েছিল বলে জানা যায়।

সেইসময় রাজ্যের উপমুখ্যমন্ত্রী সুনীল কুমার মোদির বিরুদ্ধে অভিযোগ ছিল নির্বাচনের টিকিট কেনার। আর সেই জন্যই সেই টাকা রাখা হয়েছিল বলেও দাবি করা হয়েছিল। অবশ্য সেই সময় গাড়ির চালক জানিয়েছিলেন যে গাড়িটি সঞ্জয়ের হলেও টাকা বাজেয়াপ্ত করার সময় সেখানে তারা কেউই ছিলেন না। ফলে ঘটনাটি চাপা পড়ে গেলেও নতুন অভিযোগে গেরুয়া শিবির আপাতত সংকটে রয়েছে বলেই মনে করছেন কূটনৈতিকরা।

এরই মধ্যে একটি জনসভায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর অভিযোগ করেন বিহারের ভোটেও ইভিএম কারচুপি হতে পারে। তবে, তা সত্ত্বেও বিহারে ‘পরিবর্তন’ আসবে বলেই মনে করছেন তিনি। মোদিকে কটাক্ষ করে তিনি বলেন, ওটার নাম ইভিএম নয় এমভিএম। অর্থাৎ মোদি ভোটিং মেশিন! তবে তাঁর মতে, মোদি ভোটিং মেশিন হোক বা মোদির সংবাদ মাধ্যম, কাউকেই তিনি ভয় পান না। ভোটে বিরোধী মহাজোটই যে জয়লাভ করবে সে ব্যাপারে তিনি নিশ্চিত বলেই দাবি করেছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!