এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ফের মমতার রাজ্যে বড়সড় দুর্নীতি, শুভেন্দুর দাবিকে স্বীকৃতি দিয়ে সিবিআই তদন্ত কেন্দ্রের!

ফের মমতার রাজ্যে বড়সড় দুর্নীতি, শুভেন্দুর দাবিকে স্বীকৃতি দিয়ে সিবিআই তদন্ত কেন্দ্রের!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-রাজ্যের শিক্ষামন্ত্রী, খাদ্যমন্ত্রী, একাধিক বিধায়ক সকলেই জেলে। কিন্তু তারপরেও এই সরকারের চুরি আটকানোর কোনো প্রবণতা নেই। উল্টে মুখ্যমন্ত্রী আবার বড় বড় গলায় দাবি করেন, তাদের নেতাদের নাকি জোর করে কেন্দ্রীয় এজেন্সি জেলের ভেতরে ঢুকিয়ে রেখেছেন। আর এসবের মধ্যেই আবার নতুন দুর্নীতির তথ্য ফাঁস করে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি রাজ্যবাসীকে খুশির খবর দিলেন তিনি। দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই তিনি করছেন, তাতে তার দাবিকে প্রাধান্য দিয়ে ফের রাজ্যে শুরু হতে চলেছে সিবিআই তদন্ত। ইতিমধ্যেই বেশ কিছু ঘটনায় সিবিআই তদন্ত চলছে। তবে এবার সেখানে নতুন সংযোজন মিড ডে মিলের দুর্নীতি। আজ সেই কথাটি প্রকাশ্যে এনেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যে খবর শোনার পর থেকেই রীতিমত উজ্জীবিত গেরুয়া শিবিরের নেতা কর্মীরা।

প্রসঙ্গত, রাজ্যে একের পর এক ঘটে চলা দুর্নীতি নিয়ে প্রথমদিন থেকেই সরব হয়েছেন শুভেন্দুবাবু। কেন্দ্রের কাছে তিনি একাধিক তথ্য প্রমান তুলে দিয়ে শিক্ষা থেকে শুরু করে খাদ্য দপ্তর, মিড ডে মিলে কিভাবে দুর্নীতি চলেছে, তা স্পষ্ট করেছেন। আর সেই অনুযায়ী আদালতের নির্দেশে বিভিন্ন ঘটনায় সিবিআই তদন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুম উড়িয়ে দিয়েছে। ইতিমধ্যেই মিড ডে মিলের দুর্নীতিতে একটি টিম এসে রাজ্য পরিদর্শন করেছে। তারা কেন্দ্রীয় সরকারের কাছে রিপোর্ট দিয়েছে। আর তারপরেই শুভেন্দুবাবুর বক্তব্যে সম্মতি প্রকাশ করে কেন্দ্রীয় সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে চলেছে। তারা মিড ডে মিলের দুর্নীতি আটকাতে এবার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে বলে খবর। বিরোধী দলনেতা নিজেই এদিন সেটা প্রকাশ্যে আনার পর যারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেন, তারা অত্যন্ত উচ্ছসিত। তারা বলছেন যে, কিছু একটা তো গলদ রয়েছে। তা না হলে তো কেন্দ্রীয় সরকার এমনি এমনি শুভেন্দু অধিকারীর কথা মত সিবিআই তদন্তের নির্দেশ দেবে না। তাই এবার মিড ডে মিলের দুর্নীতির রহস্য ভেদ হওয়ার সাথে সাথে কোনো বড় মাপের রাঘববোয়াল রায়ের সঙ্গে জড়িয়ে পড়েন কিনা, তার দিকে অবশ্যই লক্ষ্য থাকবে বিশেষজ্ঞদের।

ইতিমধ্যেই গোটা বিষয়ে রাজ্যকে কটাক্ষ করতে শুরু করেছে বিজেপি। তাদের দাবি, শিক্ষা দুর্নীতিতে যেমন অনেকে জেলে ঢুকেছেন, খাদ্য দুর্নীতিতে যেমন অনেকের জেলে গিয়েছেন, তেমনই মিড ডে মিলের দুর্নীতিতেও ভুরি ভুরি ব্যক্তিরা জেলে যাবেন। গোটা দুর্নীতির মাথা হচ্ছেন মুখ্যমন্ত্রী। তাই যত সময় যাবে, ততই এই দুর্নীতির সিবিআই তদন্তে ফেঁসে যাবে রাজ্য সরকার। ভবিষ্যতে গোটা মন্ত্রিসভাকে জেলেই বৈঠক করতে হবে বলেই দাবি গেরুয়া শিবিরের।পর্যবেক্ষকদের মতে, মিড ডে মিলে দুর্নীতি এমন এক দুর্নীতি যে, সেই টাকায় মুখ্যমন্ত্রী অনেক খরচ করেছেন। তিনি মিড ডে মিলের টাকা দিয়ে কোথাও কম্বল, আবার কোথাও বা ক্ষতিপূরণ দিয়েছেন। তাই এর তদন্ত হলে মুখ্যমন্ত্রী পর্যন্ত ফেঁসে যেতে পারেন। শুভেন্দু অধিকারীও এই তথ্য ফাঁস করে দিয়েছেন। তাই মিড ডে মিলের দুর্নীতিতে সিবিআই তদন্ত রীতিমতো কাঁপিয়ে তুলবে তৃণমূল সরকারকে। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!