এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মমতার বিরুদ্ধে মুখ খুললেন ফিরহাদ, চমকে উঠলো তৃণমূল! খেলা দেখছে বিজেপি!

মমতার বিরুদ্ধে মুখ খুললেন ফিরহাদ, চমকে উঠলো তৃণমূল! খেলা দেখছে বিজেপি!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- যে ফিরহাদ হাকিম কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া সঙ্গী, এবার তিনিই কিনা বেঁকে বসলেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি সিদ্ধান্তে! অনেকেই হয়ত চমকে উঠবেন। কিন্তু এটাই বাস্তব। আজ রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে এমনই একটি ঘটনায়। গতকাল নেতাজী ইন্ডোরে মুখ্যমন্ত্রী প্রত্যেকটি বিধায়ককে বিধানসভার অধিবেশনে উপস্থিত থাকার কড়া নির্দেশ দিয়েছেন। আজ সেই মতো পরিষদীয় মন্ত্রীর ঘরে তৃণমূল বিধায়কদের জন্য একটা হাজিরার খাতা রাখা হয়েছিল। যেখানে তাদের সকলকে সময় অনুযায়ী কখন তারা ঢুকছেন, সেই মত সই করতে বলা হয়। আর এই সিদ্ধান্তকে কেন্দ্র করেই রীতিমতো নিজের আপত্তির কথা জানান রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। আর তারপর থেকেই জল্পনা তৈরি হয়েছে, তাহলে কি এবার হাকিম সাহেবও বেঁকে বসছেন নেত্রীর বিরুদ্ধে!

প্রসঙ্গত, এদিন হাজিরার খাতায় সই করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরহাদ হাকিম। তিনি বলেন, “আমরা স্কুলে পড়ি নাকি যে, এইভাবে সই করতে হবে! দল করতে বলেছে, তাই করলাম। কিন্তু আমি এই সিদ্ধান্তের সঙ্গে সহমত নই।” অর্থাৎ মুখ্যমন্ত্রীর এত ঘনিষ্ঠ, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছাকাছি থাকেন, সেই ব্যক্তিও এবার একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তের বিরুদ্ধেই মত পোষণ করলেন। ফলে একটা জিনিস স্পষ্ট হচ্ছে যে, ধীরে ধীরে নেত্রীর ঘনিষ্ঠ বৃত্তের মানুষরাও তার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছেন। ফলে ভবিষ্যৎ যে অত্যন্ত করুন এবং আগামী দিন যে বিদ্রোহ আরও দানা বাধবে তৃণমূলের অন্দরে, তা বলার অপেক্ষা রাখে না। যদিও বা ববিবাবু এটাও বলেছেন যে, সকল বিধায়কদের একটা দায়িত্ব থাকা উচিত আসার ব্যাপারে। কিন্তু নেত্রী যখন সিদ্ধান্ত নিয়েছেন, তখন প্রথমে হাজিরার খাতায় সই করা নিয়ে যে বক্তব্য হাকিম সাহেব রেখেছেন, তাকে হালকা ভাবে নিচ্ছেন না রাজনৈতিক বিশেষজ্ঞরাও।

ইতিমধ্যেই গোটা বিষয়ে প্রতিক্রিয়া দিতে শুরু করেছে বিজেপিও। তাদের দাবি, খেলা বেশ জমে উঠেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে আজকে আর কেউ নেই। নেত্রীর সিদ্ধান্ত নিয়েই এখন দলের মধ্যে প্রশ্ন উঠছে। তার অত্যন্ত ঘনিষ্ঠ ফিরহাদবাবুও বেসুরো হয়ে গেলেন। ফলে বোঝাই যাচ্ছে, তৃণমূলের কি করুন পরিস্থিতি! এই দল ভেঙে খানখান হতে শুধু সময়ের অপেক্ষা। ভবিষ্যতে আরও চাপে পড়বেন তৃণমূল নেত্রী বলেই দাবি গেরুয়া শিবিরের।

পর্যবেক্ষকদের মতে, তৃণমূলের যারা বর্ষিয়ান, একটু পুরনো দিনের নেতারা রয়েছেন, তারা নতুনদের ভিড়ে তেমনভাবে পাত্তা পাচ্ছেন না বলেই গুঞ্জন তৈরি হয়েছিল। তবে মমতা বন্দ্যোপাধ্যায় যখন এটা বুঝতে পেরেছেন, তখন তিনি নিজেই ময়দানে নামা শুরু করেছেন। চোখের অসুস্থতার কারণে গতকালের মেগা কর্মসূচিতে অনুপস্থিত থাকতে দেখা গিয়েছে তৃণমূলের যুবরাজকে। ফলে সেই বিষয়টি নিয়ে এমনিতেই গুঞ্জন চলছে। আর তার মধ্যেই বিধানসভায় হাজিরা নিয়ে নেত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন, তার সঙ্গে সহমত হতে না পেরে ববিবাবুও বেঁকে বসলেন। ফলে বোঝাই যাচ্ছে, আগামী দিন তৃণমূল নেত্রীর পক্ষে খুব একটা সুখবর হবে না। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!