এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > সংগঠন বাড়াতে ‘অল্প দাগিদের’ দলে নেওয়ার দাওয়ায় বিজেপির কেন্দ্রীয় নেতার

সংগঠন বাড়াতে ‘অল্প দাগিদের’ দলে নেওয়ার দাওয়ায় বিজেপির কেন্দ্রীয় নেতার

বাংলায় বিজেপির আপাতত পাখির চোখ বামফ্রন্ট ও কংগ্রেসকে পিছনে ফেলে প্রধান বিরোধী দলের তকমা ছিনিয়ে নেওয়া। আর তাই আসন্ন পঞ্চায়েত নির্বাচন বা তার পরের বছরের লোকসভা নির্বাচনে ‘ভালো ফল’ করতেই হবে এবং তা করতে গেলে অন্য দল ভাঙিয়ে নিজেদের সংগঠন বাড়াতে হবে। সুতরাং ‘ছুঁৎমার্গ’ ছেড়ে এবার ‘অল্প দাগিদের’ দলে নেওয়ার নিদান দিলেন বিজেপির সর্বভারতীয় যুগ্ম সাধারণ সম্পাদক (সংগঠন) শিব প্রকাশ। গত সপ্তাহে দলীয় নেতাদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে এমনই ইঙ্গিত দিয়েছেন তিনি বলে সূত্রের খবর।
সংবাদমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যাচ্ছে, শাসক শিবিরের বিক্ষুব্ধরাই প্রধান হাতিয়ার হতে চলেছে পদ্ম শিবিরের বলে তিনি দাবি করেছেন। আর তাই, দলীয় নেতাদের তিনি নির্দেশ দিয়েছেন, তৃণমূলের নেতাদের সঙ্গে আলোচনায় বসুন, ওঁদের কী দাবি আছে জানুন। আলোচনার ভিত্তিতে সংশ্লিষ্টদের দলে ঢোকান, যাঁদের মাধ্যমে আগামী লোকসভা ভোটে ফায়দা তোলা যাবে। মনের দরজা খুলুন, দলটাকে বাড়াতে গেলে ‘ছুঁৎমার্গ’ রাখলে চলবে না, অল্প-স্বল্প দাগিদের দলে টেনে নিন। তবে আর্থিক দুর্নীতিতে অপরাধী বা একেবারে দাগি রাজনীতিকদের দলে নেওয়া যাবে না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!