এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > অসংখ্য চুক্তিভিত্তিক কর্মীদের ভবিষ্যৎ অন্ধকারে, হারাতে পারেন চাকরি

অসংখ্য চুক্তিভিত্তিক কর্মীদের ভবিষ্যৎ অন্ধকারে, হারাতে পারেন চাকরি

২০১২ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ত্বাধীন তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর গঠিত হয়েছিল এসএসসি (স্টাফ সিলেকশন কমিশন), যা বর্তমানে অবলুপ্ত। আর তাই চূড়ান্ত বিপদে পড়তে চলেছেন এসএসসি-র চুক্তিভিত্তিক কর্মীরা, তাঁদের চাকরি ভাগ্য এখন অথই জলে।রাজ্যে মূখ্যমন্ত্রীর নির্দেশে গঠিত স্টাফ সিলেকশন কমিশন, প্রশাসনিক জটিলতার কারণে মাত্র পাঁচ বছরের মধ্যেই তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। আর তাই সমস্যায় পড়েছে এই সংস্থা কর্তৃক নিয়োজিত একাধিক গ্রূপ-সি ও গ্রূপ-ডি পদমর্যাদার কর্মীরা। রাজ্য সরকার ডিসেম্বর পর্যন্ত তাঁদের চাকরি নিশ্চিত করলেও,পরবর্তীকালে তাঁদের চাকরির বিষয়ে কিছুই জানায়নি। ফলে আপাতত চাকরি আদৌ থাকবে কিনা সেই অনিশ্চিয়তাতেই রাতের ঘুম উড়েছে ওই কর্মীদের।
প্রসঙ্গত, সল্টলেকের ময়ূখ ভবনে কমিশনের অফিস এই মুহূর্তে গ্রূপ-ডি রিক্রুমেন্ট বোর্ডের অধীনে। সেখানে বর্তমানে গ্রূপ-ডি কর্মীদের ইন্টারভিউ চললেও চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে কোনো ঘোষণা বা বিজ্ঞপ্তি আসেনি রাজ্য সরকারের তরফে। আর তাই, যে নিয়মে সরকারি কর্মীদের অন্যত্র বদলি করা হয়, সেই ভাবেই চুক্তি কর্মীদেরও বদলি করা হবে কিনা তা নিয়েও জল্পনা অব্যাহত। আর যদি তা না হয়, এতজন কর্মীর একসাথে ছাঁটাই প্রভাব ফেলতে বাধ্য সরকারের বিভিন্ন প্রকল্পে বলে জল্পনা। এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কমিশনের এক প্রাক্তন কর্তার দাবি, এজেন্সির মাধ্যমে পঞ্চাশ জনেরও বেশি নিয়োগপত্র পেয়েছিলেন, হঠাৎ করে কমিশন উঠে যাওয়ায় তারা সত্যিই সমস্যায় পড়েছেন। আর তাই হঠাৎ করে চাকরি হারানোর ভয়ে রীতিমত শোরগোল পরে গেছে প্রশাসনিক মহলেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!