এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > করোনা কালে মানুষের ঘরে ঘরে টাটকা সবজি কমদামে পৌঁছে দিতে বড়সড় পদক্ষেপ মমতা সরকারের

করোনা কালে মানুষের ঘরে ঘরে টাটকা সবজি কমদামে পৌঁছে দিতে বড়সড় পদক্ষেপ মমতা সরকারের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পশ্চিমবঙ্গে ক্রমশ বাড়ছে করোনার সংক্রমণ। করোনা সংক্রমণ রুখতে রাজ্য জুড়ে চলছে আংশিক লকডাউন, দোকান বাজারের সময় বেঁধে দেওয়া হয়েছে। সকাল ও বিকালে কিছু সময় ছাড়া অন্য সময় দোকান, বাজার বন্ধ থাকছে। ফলে শাকসবজি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে যথেষ্ট সমস্যায় পড়তে হচ্ছে মানুষকে। এই পরিস্থিতিতে এক বিশেষ পদক্ষেপ গ্রহণ করতে চলেছে রাজ্য সরকার। যার মাধ্যমে সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবে স্বল্পমূল্যে টাটকা শাকসবজি, খাদ্যসামগ্রী ও মাছ-মাংস।

সদ্য দায়িত্বপ্রাপ্ত রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বিপ্লব মিত্র এক বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছেন। সুফল বাংলার স্টল থেকে খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দেওয়ার পদক্ষেপ গ্রহণ করেছেন তিনি। রাজ্যজুড়ে সুফল বাংলায় কর্মরত ব্যক্তিরা পাড়ায় পাড়ায় গিয়ে এবার থেকে খাদ্য সামগ্রী বিক্রি করবেন। জেলায় জেলায় নতুন করে সুফল বাংলার স্টল খোলা হবে।

প্রসঙ্গত, দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিপ্লব মিত্র। নির্বাচনে জয়ী হওয়ার পর মন্ত্রিসভায় স্থান পেয়েছেন তিনি। রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বিপ্লব মিত্র সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি গ্রহণ করেছেন এই তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কৃষি বিপণন মন্ত্রী বিপ্লব মিত্র এ প্রসঙ্গে জানিয়েছেন যে, করোনা মহামারী থাকার কারণে অনেকেই বাজারে যেতে ভয় পাচ্ছেন। ভিড় বাজারে গিয়ে জিনিস কিনতে আশঙ্কিত হচ্ছেন প্রবীণ মানুষেরা। তাই এবার রাজ্য সরকারের পক্ষ থেকে এক বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কৃষি বিপনন দপ্তরের মাধ্যমে সারা রাজ্যে সুফল বাংলা স্টল থেকে শাকসবজি থেকে শুরু করে খাদ্য সামগ্রী পাড়ায় পাড়ায় পৌঁছে দেয়া হবে। বাড়িতে থেকেই এই সুবিধা পাবেন রাজ্যের মানুষ।

মন্ত্রী আরও জানিয়েছেন তাঁর জেলা দক্ষিণ দিনাজপুরে সুফল বাংলার একটি স্টলই রয়েছে। জেলায় ফেরার পর পথ জেলা সদর ও গঙ্গারামপুরে সুফল বাংলার স্টল খোলার ব্যবস্থা করবেন তিনি। সমস্ত ব্লক সদর গুলিতেও সুফল বাংলার স্টল খোলার তিনি উদ্যোগ নেবেন। যার ফলে কৃষকদের কাছ থেকে টাটকা শাকসবজি কিনে শহরে বিক্রয় করা যাবে। তাঁর দপ্তরের আধিকারিকদের সঙ্গে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন তিনি। নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, মাছ-মাংসও যাতে সুফল বাংলার স্টলে পাওয়া যায়, সেই ব্যবস্থা করতে চলেছেন তিনি।

করোনা সংক্রমণ কালে রাজ্য সরকারের এই পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ ও প্রশংসনীয় বলেই দাবি অনেকের। এরফলে যথেষ্ট উপকৃত হবেন প্রবীণ নাগরিক থেকে শুরু করে সাধারণ মানুষ। প্রসঙ্গত, রাজ্যের সমস্ত জেলাতে নতুন করে সুফল বাংলার স্টল যাতে দ্রুত খোলা সম্ভব হয়, সে বিষয়ে বিশেষ উদ্যোগ নেবে সরকার।

সম্প্রতি, মন্ত্রীর নিজের জেলা দক্ষিন দিনাজপুরে একটি মাত্র সুফল বাংলার স্টল আছে, যা আছে বুনিয়াদপুর শহরে। বালুরঘাট, গঙ্গারামপুরে এখনো সুফল বাংলার স্টল নির্মাণ করা সম্ভব হয়নি। মানুষের দাবি, গুরুত্বপূর্ণ এই দুই শহর ছাড়াও সমস্ত ব্লক সদরে একটি করে সুফল বাংলার স্টল নির্মাণ করা হোক। এতে কৃষকরা যেমন ন্যায্য মূল্যে দ্রব্য বিক্রয় করতে পারবেন, তেমনি উপকৃত হবেন সাধারণ মানুষ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!