এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > তিন তালাক সাফল্যের পরে দলে আসছেন শয়ে শয়ে সংখ্যালঘু মহিলা, দাবি রাজ্য বিজেপির

তিন তালাক সাফল্যের পরে দলে আসছেন শয়ে শয়ে সংখ্যালঘু মহিলা, দাবি রাজ্য বিজেপির


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তথা বিজেপির তিন তালাক বিল নিয়ে ঐতিহাসিক প্রচেষ্টার পরে শয়ে শয়ে সংখ্যালঘু মহিলা বিজেপিতে যোগ দিচ্ছেন বলে দাবি রাজ্য বিজেপির। কিছুদিন আগেই বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহার হাত ধরে নন্দকুমারে বিজেপিতে যোগ দেন ৬০ জন সংখ্যালঘু মহিলা। তাঁদের হাতে বিজেপির পতাকা তুলে দিয়ে রাহুলবাবু দাবি করেন, শুধু নন্দকুমারেই নয়, রাজ্যের বিভিন্ন জায়গার মুসলিম মহিলারা একে একে বিজেপিতে যোগদান করে চলেছেন। রাজ্যে মুসলিম সম্প্রদায় তৃণমুলের সঙ্গে থাকলেও মুসিলম সম্প্রদায়ের মহিলাদের কথা ভাবেননি। আর সেজন্যে মুসলিম মহিলারা মোদীর উন্নয়নে সামিল হচ্ছেন। আমরা সেইসব মুসলিমদের আমাদের দেশে রাখতে চাই যাঁরা প্রকৃতই ভারতমাতাকে সম্মান করে। আর যাঁরা এদেশে থেকে পাকিস্থানের জয়ে উল্লাসিত হয়ে ওঠে তাদের লাথি মেরে তাড়িয়ে দেবো। আর শুধু মুসলিম নয়, হিন্দুদের মধ্যেও যারা অন্য দেশের হয়ে উল্লাসিত হয়ে উঠবে তাদেরকেও তাড়িয়ে দিতে হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!