এখন পড়ছেন
হোম > রাজ্য > সবংয়ে বিজেপিকে সিপিএমের থেকেও ছোট দেখছেন শুভেন্দু

সবংয়ে বিজেপিকে সিপিএমের থেকেও ছোট দেখছেন শুভেন্দু

তৃণমূল জিতছে, জিতবে। তাকে রোখার ক্ষমতা কারও নেই।সিপিএম দ্বিতীয় স্থানে থাকবে। তৃতীয় স্থান পাবে বিজেপি।গীতারানি ভুঁইয়া দিদির আশীর্বাদ নিয়ে মানস ভুঁইয়ার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করবেন। আর তার সঙ্গে থাকবেন স্বয়ং শুভেন্দুবাবু।রবিবার এই সুরই চড়ালেন শুভেন্দু অধিকারী।
সবং বিধানসভায় উপ-নির্বাচনের মুখে এদিন নানা কর্মসূচি করে বিজেপি, কংগ্রেস ও তৃণমূল। বিরোধী সব রাজনৈতিক দলের নেতারা-নেত্রীরা তৃণমূলের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন। পাল্টা দিতে আসরে তৃণমূল নেমে পড়েছে।এ দিন সবং বিধানসভার পিংলার জলচকে প্রচারসভা করেন পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর সাথে রাজ্যসভার সদস্য মানস ভুঁইয়া, জেলা সভাপতি অজিত মাইতি, মন্ত্রী সৌমেন মহাপাত্র, সভাধিপতি উত্তরা সিং প্রমুখ নেতা -নেত্রী উপস্থিত ছিলেন।সভা মঞ্চ থেকে বিজেপিকে বিঁধে তিনি বলেন, “বিজেপি বাংলা ও বাঙালি বিরোধী। ওদের স্বমূলে উৎখাত করতে হবে। ওদের প্রার্থীর জামানত জব্দ করতে হবে। এখানে সিপিএম দ্বিতীয় স্থানে থাকবে। তৃতীয় স্থান পাবে বিজেপি।” সাথে বিজেপি প্রার্থী অন্তরা ভট্টাচার্যেরও সমালোচনা করেছেন শুভেন্দু। তিনি বলেন, “বিজেপি নীতি আদর্শ জলাঞ্জলি দিয়ে সিপিএমের হার্মাদ নেত্রীকে প্রার্থী করেছে। আসলে বিজেপি সিপিএমের বি টিম। আর কংগ্রেস সাইনবোর্ড হয়ে গেছে। মালদহ-মুর্শিদাবাদে ওদের যেটুকু অস্তিত্ব ছিল, আমি তা ধুয়েমুছে সাফ করে দিয়েছি।” তিনি আরো বলেন নেতাই, ছোট আঙাড়িয়া, বেনাচাপড়া কঙ্কাল কাণ্ড, নন্দীগ্রামের গণহত্যার কথা, ওদের অত্যাচারের কথা আপনারা ভুলে যাননি তাই এই ভোটের পর ওদের পতাকা যাতে না ওড়ে সেটা দেখতে হবে। যাতে পঞ্চায়েত নির্বাচনে ওরা প্রার্থী খুঁজে না পায় সেই ব্যবস্থা করতে হবে।এরপর তিনি কংগ্রেসকেও বিঁধতে ছাড়েননি। তিনি বলেন, কংগ্রেসের একমাত্র মালদহ ও মুর্শিদাবাদে অস্তিত্ব ছিল। আর সেটাও আমি ধুয়েমুছে সাফ করে দিয়েছি। এদিন ওদের সভাপতি অধীর চৌধুরী সবংয়ে মাত্র ১২জন লোক নিয়ে পদযাত্রা করেছেন।তবে বিজেপিই ছিল এদিন টার্গেট। বিজেপির উত্থান কে কিছুতেই মানতে চাইছেন যান শুভেন্দু।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!