এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপির দাবিকে কার্যত সিলমোহর মমতার, বাঁকুড়ার সভা থেকে বিস্ফোরক মমতা

বিজেপির দাবিকে কার্যত সিলমোহর মমতার, বাঁকুড়ার সভা থেকে বিস্ফোরক মমতা


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি রাজ্যে এসেছিলেন বিজেপির সর্বভারতীয় চাণক্য তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যেখানে তৃণমূলের অনেকেই তাদের সঙ্গে যোগাযোগ রাখছে বলে একটি সম্ভাবনাময় মন্তব্য করতে দেখা গিয়েছিল তাকে। শুধু তাই নয়, সাম্প্রতিককালে বিজেপির রাজ্যস্তরের বিভিন্ন নেতা তৃণমূলের নানা নেতা তাদের সঙ্গে যোগাযোগ রাখছে বলে দাবি করে আসছিলেন। তবে তৃণমূলের পক্ষ থেকে অবশ্য নানা নেতা-নেত্রী বিজেপির দাবিকে কার্যত নস্যাৎ করে দিয়েছিল।

কিন্তু এবার বাঁকুড়ার দলীয় জনসভা থেকে বিজেপির কথাকেই প্রতিষ্ঠা করলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে তৃণমূলের অনেকেই বিভিন্ন জায়গায় যোগাযোগ রাখছেন বলে বিস্ফোরক মন্তব্য করতে দেখা গেল তাকে। স্বাভাবিক ভাবেই বিধানসভা নির্বাচনের যখন আর কয়েক মাস বাকি, তখন দলের নেতা-নেত্রীদের সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরণের উক্তি তৃণমূলের অন্দরমহলে আলোড়ন ফেলে দিয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

তাহলে কি সত্যি সত্যিই তৃণমূলের অনেকে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন! আর তাই বাঁকুড়ার সভা থেকে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতেও সেই সুর শোনা গেল! এখন তা নিয়ে ব্যাপক জল্পনা তৈরি হয়েছে। সূত্রের খবর, এদিন বাঁকুড়ার শুনুকপাহারিতে দলীয় জনসভায় উপস্থিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বেশকিছু বার্তা দেন তিনি।

আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল নেত্রী বলেন, “আপনারা তৃণমূল করছেন। কিন্তু আবার বিভিন্ন জায়গায় যোগাযোগ রাখছেন। সব নজরে আছে। সবটাই আমি জানি। যারা এখানে ওখানে যোগাযোগ রাখছেন, ওরা সবাই ধান্দাবাজ। এইসব ধান্দাবাজদের ছাগলের তৃতীয় সন্তানের মত ছেড়ে রাখতে হয়। ছাগলের তৃতীয় সন্তানরা লাফিয়ে লাফিয়ে বেড়ায়। এসব ধান্দাবাজরা তেমনই বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছেন।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞরা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এই মন্তব্যের মধ্যে দিয়ে কার্যত স্বীকার করে নিলেন যে, এতদিন বিজেপির পক্ষ থেকে যে কথা বলা হয়েছিল, তা কিছুটা হলেও সত্যি। কেননা বিজেপি প্রায়শই দাবি করছে যে, তৃণমূলের অনেকেই তাদের সঙ্গে যোগাযোগ রাখছে। আর বাঁকুড়ার জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দলের অনেকেই যে যোগাযোগ রাখছে, সেকথা বলে বিজেপির বক্তব্যতেই সিলমোহর দিলেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আর এখানেই প্রশ্ন, একদিকে বিজেপির পক্ষ থেকে যখন একথা বলা হচ্ছে এবং তৃণমূলের সর্বময় নেত্রী যখন তা স্বীকার করে নিলেন, তখন তৃণমূলের অন্দরমহল যে ভাঙ্গন ধরেছে, তা বলার অপেক্ষা রাখে না। সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে এখন দলের সংগঠনকে সবথেকে বেশি শক্তিশালী করা প্রধান লক্ষ্য হওয়া উচিত প্রতিটি রাজনৈতিক দলের।

কিন্তু সেই কাজ করতে গিয়ে যেভাবে দল ভাঙার আশঙ্কার কথা শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়, সোজাসোজি তিনি দল ভাঙার কথা না বললেও, কার্যত যেভাবে দলের অনেকেই অনেক জায়গায় যোগাযোগ রাখছে বলে জানিয়ে দিলেন, তাতে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব যে এই ঘটনায় কিছুটা হলেও চাপে রয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। বাঁকুড়া থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় যোগাযোগ রাখা সেই সমস্ত নেতাকর্মীদের কিছুটা হলেও সতর্ক করে দিলেন বলে মনে করছেন বিশ্লেষকরা। কিন্তু দলনেত্রী একথা বলে সতর্ক করলেও তৃণমূলের ভাঙ্গন আটকানো আদো সম্ভব হয় কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!