এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > খোদ কলকাতার বুকে বিজেপির মিছিলে বেধড়ক লাঠিচার্জ পুলিশের! ছাড় পেলেন না মহিলা কর্মীরাও!

খোদ কলকাতার বুকে বিজেপির মিছিলে বেধড়ক লাঠিচার্জ পুলিশের! ছাড় পেলেন না মহিলা কর্মীরাও!


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজকের শ্রমিক বিরোধী নীতি নিয়ে একাধিক ট্রেড ইউনিয়নের ডাকে দেশজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে বাম-কংগ্রেস। যেখানে সকাল থেকে বন্‌ধ সফল করতে মরিয়া হতে দেখা গেছে ধর্মঘটকারীদের, সেখানে জনজীবন স্বাভাবিক রাখতে তৎপর প্রশাসন। এমন পরিস্থিতিতে সকাল থেকেই নানা জায়গায় বিক্ষোভ অশান্তির ছবি ফুটে উঠেছে বলে জানা গিয়েছে।

আর এরই মধ্যে মাঝেরহাট ব্রিজ খোলার দাবিতে দুপুর থেকেই বিজেপির বিক্ষোভ চলতে দেখা গেছে। যা নিয়ে ইতিমধ্যেই ধুন্ধুমার কাণ্ড ঘটেছে তারাতলা অঞ্চলে।বৃহস্পতিবার দুপুরে কৈলাস বিজয়বর্গীয়র নেতৃত্বে মাঝেরহাট ব্রিজ খোলার দাবিতে বিজেপির মিছিল করার কথা ছিল। কিন্তু অভিযোগ যে কৈলাস বিজয়বর্গিয়ের মিছিলে যোগদান করার আগেই পুলিশ মিছিলে বাধা দেয়।

আর তখনই পরিস্থিতি রণক্ষেত্রের চেহারা নেয় বলে জানা গেছে। অন্যদিকে, পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এমন পরিস্থিতিতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে। সেইসঙ্গে কমব্যাট ফোর্স নামানো হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেইসঙ্গে পথে নামতে দেখা যায় ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিকদেরও। আর এরপরই তারাতলা মোড়ে বিজেপি সমর্থকরা অবস্থান বিক্ষোভ শুরু করে বলেই জানা যায়। কিন্তু সেখানেও পুলিশ তাঁদের বিক্ষোভ থেকে উঠিয়ে দেয়। সেইসঙ্গে তারাতলা মোড়ের আশেপাশের গলিতে থাকা বিজেপির নেতা-কর্মীদেরও পুলিশ টেনে বের করে আনে বলেও অভিযোগ করা হয়।

অন্যদিকে, জানা গেছে মহিলা বিজেপি কর্মীদের সঙ্গেও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে পুলিশ। ব্যাপক লাঠিচার্জ করা হয়। সেইসঙ্গে বিজেপির একাধিক বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। আর সেখান থেকে মহিলা মোর্চার কর্মীরাও রেহাই পাননি বলেই অভিযোগ করা হয়েছে।

এই ঘটনায় বেশ কয়েকজন মহিলা ও পুলিশ কর্মীর আহত হওয়ার খবর পাওয়া গেছে। অটোয় করে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে। এদিন বিক্ষোভকারীদের পিছু হটাতে সমস্ত রকম পদক্ষেপ নিতে দেখা গেছে পুলিশকে। যদিও লাঠিচার্জ বা বিজেপি সমর্থকদের আটকের পরও বারবার করে জমায়েত করতে দেখা যায় বিজেপি কর্মীদের।

এদিন সেইসঙ্গে পুলিশের বিরুদ্ধে স্লোগান তুলতেও দেখা গেছে তাঁদেরকে। নিউ আলিপুর থেকে তারাতলার রাস্তা বারবার সমস্ত রাজপথ এই ঘটনার সাক্ষী থাকে। সেইসঙ্গে পরিস্থিতি সম্পূ্র্ণ নিয়ন্ত্রণে আনতে দফায় দফায় পুলিশ বাড়ানো হয়। তবে তারাতলা মোড় ও সংলগ্ন এলাকা আয়ত্তে আনতে এদিন বেশ কিছুক্ষণ সময় লেগেছে বলেই জানা গেছে।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!