এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপির পঞ্চায়েত আর দখল করতে পারবে না তৃণমূল! বড় কথা জানালেন শুভেন্দু!

বিজেপির পঞ্চায়েত আর দখল করতে পারবে না তৃণমূল! বড় কথা জানালেন শুভেন্দু!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- লোকসভা ভোটের ফলাফল প্রকাশ হওয়ার পর থেকেই কোচবিহার জেলায় পঞ্চায়েত বদলের প্রক্রিয়া শুরু হয়েছে। যেখানে গায়ের জোরে বিজেপি পরিচালিত পঞ্চায়েতে বিজেপির জনপ্রতিনিধিদের ভয় দেখিয়ে তৃণমূলের পতাকা হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। আর এক্ষেত্রে পুলিশ সহযোগিতা করছে রাজ্যের শাসক দলকে বলেও সোচ্চার হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু সব ক্ষেত্রে এই চালাকি করতে পারবে না তৃণমূল কংগ্রেস। আজ আরামবাগের খানাকুলে গিয়ে সেখানে বিজেপি পরিচালিত একাধিক পঞ্চায়েত থাকলেও, তা তৃণমূলের দখলে যাবে না বলে জানিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক্ষেত্রে সেই সমস্ত পঞ্চায়েতে বিজেপির যারা জনপ্রতিনিধি রয়েছে, তাদের কথা তুলে ধরলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক।

প্রসঙ্গত, এদিন খানাকুলে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী‌। আর সেখানেই ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত ব্যক্তিদের সঙ্গে দেখা করেন তিনি। আর তারপরেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “এখানে একটি পঞ্চায়েতও তৃণমূল দখল করতে পারবে না। কারণ আমাদের যারা জনপ্রতিনিধি রয়েছে, তারা আমাদের বলেছে যে, তারা কোনো কিছুর বিনিময়ে তৃণমূলের কাছে আত্মসমর্পণ করবে না। তারা বিজেপির হয়ে লড়াই করবে।”

অর্থাৎ পঞ্চায়েতে জোর করে জনপ্রতিনিধিদের ভাঙিয়ে চালাকির দিন শেষ হয়ে গিয়েছে। এতদিন তৃণমূল কোচবিহারে এই নিয়ম ফলো করেছে। কিন্তু সব জায়গায় যে সেটা হবে না, বিজেপির ডেডিকেটেড কর্মীরা যে দলের পক্ষে লড়াই করবার জন্য খানাকুলে তৈরি হয়ে রয়েছে, তা স্পষ্ট করে দিলেন শুভেন্দু অধিকারী। আর শেষ পর্যন্ত যদি এখানকার বিজেপি কর্মীরা বিরোধী দলনেতাকে দেওয়া কথা রাখতে পারেন, তাহলে মোক্ষম শিক্ষা পাবে তৃণমূল কংগ্রেস। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!